Header Ads

মনে পরে ? আমাদের প্রথম পরিচয়ের কথা ?

মনে পরে ?

        __দেবযানী ঘোষাল  



মনে পরে আমাদের প্রথম পরিচয়ের কথা ?

মনে পরে তোমার প্রতি আমার প্রথম অভিযোগের কারনটা ?

অভিমান ভাঙাতে কত সহানুভূতীর প্রলেপ দিয়েছিলে আমায় ?

দেখোনি !

বুঝতে দিইনি আমার অঝোর ধারার অকাল শ্রাবনের মায়াবী ভালোলাগার আবেশ l

যখন জেনেছো ,

বলেছো পৃথিবীটা অসুস্থ l

সুখের নিরবিচ্ছিন্ন ঠিকানায় পৌঁছে দিয়েও দেখলে

 দুঃখবিলাসিনীর দুঃখ ঘোচানো তোমার পক্ষে অসম্ভব ।

অথচ একদিন এসেছিলে তুমি 

সেই নীলকন্ঠ পাখিটা হয়ে এক স্বর্গীয় মনস্তাত্বিকের বার্তাবহ হয়ে । 

আধুনিকতার সৌখিনতায় যাকে তোমার প্রেমিকা আক্ষা দিয়েছিলে ,

সে কি নিতান্তই মনেরই কথা ছিল ?

না কথার কথা ?

কেনই বা সন্দিগ্ধ দুটো উদাসিন চোখ আজ পাহারা দিতে দিতে ক্লান্ত ?

আসলে দৃষ্টিভঙ্গি তো নিজের কাছে নিজের সবুজায়নের পটভুমিকায় উদ্ভাসিত l 

সেখানে খোলা মনের জানালার কাঁচটায় 

ধুলো পরলে কতটা পরিষ্কার করলে তুমি চকচকে দেখবে 

বাইরের রৌদ্রজ্জ্বল আবহাওয়া আর কতটা ধুলো থেকে গেলে 

অস্পষ্টই থাকবে দেখতে না চাওয়া বিষয়বস্তু , 

সবটাই নিজের ব্যাক্তিত্বের ব্যাক্তিগত রূচীবোধ ।

ভালো থাকতে জানতে হয় অনেক প্রাপ্তিকে উপেক্ষা করেই ।

সেখানে দাক্ষিণ্য নিতান্তই মূল্যহীন ।।



2 comments:

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.