Header Ads

আমি সেদিন অঝোরে কেঁদেছি


-পীযুষ কান্তি সরকার

আজো মনে পরে সে দিনের কথা


মনে হলেই অবর্ননীয় অসহনীয় ব্যথায় ভরে ওঠে বুক,
পরক্ষণেই ব্যথা টাকে ধামাচাপা দিয়ে ভুলেই যাই
ভেবে নেই আমি না হোক আমার প্রিয়া হয়তো পেয়েছে সুখ।

যেদিন প্রথম প্রিয়ার চোখের বাঁকা চাহনি, আমার
চোখে ধরা পরে চমক লেগে যায় কোথায় যেন
হারিয়ে ফেলি নিজেকে, সামলে নেই দৃষ্টি এড়িয়ে সবার,
স্বপ্ন বাসা বাঁধে আমার দুচোখে, ঘুম যেন
কথায় পালিয়ে যায় আমার অজান্তে, কবিতা লিখি
ছবি আঁকি প্রিয়া কে নিয়ে আমার হৃদয় প্রান্তে।

এর পর কেটে যায় অনেক গুলি দিন রঙ্গিন
আলোয় ভিজতে থাকি মনের স্বপ্ন লুকিয়ে রাখি,
এখন রোজ কথা হয় তাহার সাথে, আমিও
বুঝে উঠতে থাকি সেও আমাকে নিয়ে স্বপ্ন দেখে
এক অজানা ভালো লাগায় হারিয়ে ফেলি নিজেকে
একসাথে পথ চলা, চোখে চোখ রেখে কথা বলা
এসবের মাঝে কখনোই হয়নি বলা আমি তোমাকে ভালবাসি।

হঠাৎ একদিন মনে লাগে দোলা
ডুবে যায় অন্ধ স্বপ্নের ভেলা, কেন যেন
মনে হয় আজ প্রিয়ার মুখে শুনতে ই হবে
এই খেলার শেষ কোথায়?
সেদিন প্রিয়ার মুখে তার মনের কথা
জানার পর কতদিন ঘুমোতে পারিনি, এই ভেবে
সেদিন আমি অঝোরে কেঁদেছি.......!!!



2 comments:

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.