Header Ads

ক্যান্টনে নিরিবিলি



নির্মলেন্দু গুন_ ক্যান্টনে নিরিবিলি

এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।
তোমাকে ক্ষণিক পাবার জন্য
এখানেই তবু আসি,
মুগ্ধ পরান যতদূর চায়
ততদূর ভালোবাসি।
একটি চেয়ার উবু হয়ে থাকে
টেবিলে মুখের মতো,
মনে পড়ে যায় নতমুখী তুমি
চুম্বনে কম্পিত।
এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।
ভীরু হাতে কতো আদর শিখেছি
এইখানে এলে বুঝি,
কতো বেদনার ভালোবাসা নিয়ে
তোমাকেই তবু খুঁজি।
প্রাণ গুঁজে দিই ছবির ভিতরে
আগুনে পোড়াই হাত,
করতল খোঁজে মৎস্যকন্যা
তুমি যদি এঁকে দাও।
এখানে এলেই মনে হয় তুমি
স্তব্ধ প্রতিমা, স্মৃতি।
এইভাবে রোজ বসে থাকি একা
জেসমিনে ডোবে ঠোঁট,
ইঁদুরের মতো কেটে কেটে খাই
বিরহের করপুট।
তুমি নেই তাই কমেছে আদর
শুধায় না কোনো জন,
আমার চেয়েও ভালোবেসেছিল
নিরিবিলি ক্যান্টন?
এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।
(কাব্যগ্রন্থ: ‘চৈত্রের ভালোবাসা’)


No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.