Header Ads

কিরে আমায় চিনতে পারছিস? - তিতাস মন্ডল

কিরে আমায় চিনতে পারছিস?

                        তিতাস মন্ডল


 অমন করে কি দেখছিস!

কিরে তুই আমাকে চিনতে পারছিস?

আমি তো সেই মেয়েটা 

যাকে তুই কখনো ভালোবাসতিস।


রাত জেগে গল্প করতিস 

মন ভোলাতে গান গাইতিস

পার্কে গিয়ে বাদাম ভাজা

ফুচকা খাইয়ে রাগ ভাঙ্গাতিস।


মনে আছে বৃষ্টি ভেজা?

 আমার খোঁপায় তোর কদম গোঁজা

 একই ভাঁড়ে চায়ের চুমুক

একটু ছুঁয়ে উষ্ণ খোঁজা।


হ্যাঁ, আমি তো সেই মেয়েটা

যাকে স্বপ্ন দেখার সাহস দিতিস

বেঁচে থাকার রসদ দিতিস

ঝরলে বৃষ্টি চোখের কোণে

যত্নে কেমন আগলে নিতিস।


রাগ অভিমান খুনসুটি

কথায় কথায় ঝগড়াঝাটি 

হঠাৎ টেনে গভীর চুমু

সোহাগ মেখে লুটোপুটি।


এখন তুই বদলে গেছিস

অন্য কোথাও মন বেঁধেছিস

আমার মনের রাজপ্রাসাদটা

তুই গড়েছিস তুই ভেঙ্গেছিস।


জানিস আমি কিন্তু বেশ ভালোই আছি

মন পুড়িয়ে ঘর বেঁধেছি

সুখের চাবি খুলতে ঘরের

রোজ কেঁদেছি রোজ মরেছি।


এখন তোকে আমি খুব বুঝেছি

মিথ্যে প্রেমের রং চিনেছি

কষ্ট গুলো কুড়িয়ে নিয়ে

মেকি হাসির ঢং শিখেছি।


আজ তুই কি আমায় চিনতে পারছিস?

হ্যাঁ,আমি তো সেই মেয়েটা

যাকে পাগলী বলেই তুই ডাকতিস

যাকে তুই কখনো ভালোবাসতিস ।।


তিতাস

2 comments:

  1. আসলেই অনেক সুন্দর

    ReplyDelete
  2. কি রেআমাদেরচিনতেপারছি

    ReplyDelete

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.