Header Ads

পুরুষ মানুষের কাঁদতে নেই - তিতাস মন্ডল

পুরুষ মানুষের কাঁদতে নেই
                    তিতাস মন্ডল

কেন রে তুই কাঁদছিস কেন
চোখে কেন জল?
কি হলো রে খোকা তোর
আমায় তুই বল..

খেলার মাঠে ধাক্কা দিল
বলটা কেমন ছিনিয়ে নিল ।
পাড়ার দাদা চোখ রাঙালো
মাগো, আমার খুব কান্না পেল।

ছিঃ ছিঃ খোকা তুই না ছেলে
চলে এলি খেলা ফেলে,
চোখের জল মেয়েলিপনা
তোকে চাপতে হবে কান্না পেলে।

ও খোকা কি হলো রে 
মুখটা কেন ভারী !
চোখ ছলছল করছে কেন
এখন ফিরলি কেন বাড়ি?

কি করি মা! বেকার বলে কেউ আর মেশে না
আগের মত আর ডাকেনা, পাশে বসে না।
কাছের মানুষ যাচ্ছে দূরে,কান্না পাচ্ছে খুব
বেকারত্বের তীব্র জ্বালা,হাসি আসেনা।

হাসবি খোকা হ্যাঁ হাসবি তুই
তুই না পুরুষ মানুষ।
দুঃখ চেপে কান্না উড়িয়ে দিবি
যেমন ওড়ায় ফানুস।

কি বলো মা!!
বুকের ভেতর মেঘ জমবে
আকাশ দেবে ঢেকে
বৃষ্টি হয়ে ঝরতে মানা
ভিজতে মানা চোখে?

চোখের জল মেয়েদের মানায়
তুই তো মেয়ে নোস।
 কঠিন সময়েও সামলে নিবি
ভীষণ শক্ত হোস।

চোখের জল পড়ার আগে বাষ্পীভূত হবে,
হৃদ মাঝারে কষ্ট গুলো লুকিয়ে না হয় রবে।
তবুও যদি কান্না পায়
কি হবে মা তবে!

তখন তুই আমায় ভাবিস
আমার কাছে আসিস।
কান্না দিয়ে দুঃখ ধুয়ে
আমার বুকে মাথা রাখিস।

আমার আঁচল আড়াল করে
তোর অশ্রু মুছে দেবে,
দুঃখের সাথে করবে আলাপ
তাকে আপন করে নেবে।

তা নয় হলো মাগো' সদা..
কিন্তু এ কেমন ধারা ছল!
পুরুষ কেন লজ্জা পাবে
ঝরলে চোখের জল।

সব জীবনই সুখে-দুঃখে
কষ্ট পোষে সবাই বুকে।
তবে কেন বলতে পারো
কান্না শুধুই নারীর চোখে ?

এসব কথার সঠিক জবাব
আমার কাছে নেই।
শুধু জেনে রাখিস তুই পুরুষ মানুষ
তাই তোকে কাঁদতে নেই।।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.