নিয়ম - নারীকে নিয়ে তিতাস মন্ডলের কবিতা (Gaan O Kobita Ghor)
নিয়ম
সতী প্রমাণ করতে সীতার
হলো অগ্নিপরীক্ষা
পুরুষ সবই চরিত্রবান
তাই পুড়লো না কেউই,পেল রক্ষা।
স্বামীর তরে মঙ্গলব্রত
শাঁখা সিঁদুর পূজো উপোশ
পুরুষ মানেই সোনার আংটি
একটু না হয় থাকলোই বা দোষ।
নারী থাকো মুখ বুজিয়ে
ঘোমটা দিয়ে,বোরখা পড়ে
পুরুষ চোখে লোলুপ থাকে
চিরদিনই তোমার শরীর ঘিরে।
নজর তুমি সামলে রাখো
পরপুরুষ দেখো পাছে..!
পর নারী দেখুক পুরুষ
সেটার বোধহয় নিয়ম আছে।
ভাগ্যবানদের বউ মরে
আর,স্বামীর চিতায় সহমরণ
ইতিহাস বলবে সেটা
তোমার কিন্তু বলা বারণ।।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)