নিজেকে আপন করেছি -তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর)
নিজেকে আপন করেছি
-তিতাস মন্ডল
-তিতাস মন্ডল
আমার যে টুকুই ভালো সেটা ভুলে
সবাই বলতে ব্যস্ত, খারাপ কোনটা করেছি ?
তাই তো আমি আজ নিজেকে চিনতে,
নিজেকেই আপন করেছি !
তোমাদের কি ?
তোমরা তো সবকিছুতেই কমতি খুঁজবে ,
শব্দে ছুরি আর কথাতে চাবুক মারবে ।
এখন আমি সব পরিস্হিতিতে
হাসতে শিখে গেছি,
নিজেকে ভালোবাসতে, আপন করতে শিখে গেছি ।
হ্যাঁ আমিও অনেক ভুল করেছি,
আর সে ভুলের মাশুল
আমি নিজেই দিয়েছি ।
সেই ভুলের থেকে অনেক কিছুই শিখেছি
তাই আমি নিজেকেই আপন করেছি ।
জানি বিরক্ত সবাই আমার উদাসীনতায়,
সবার গাত্র জ্বলে আমার এই চুপকথায় ।
কি-ই বা করি ?
আমি যে সমাজের সাথে পা মিলিয়ে চলতে পারিনা,
তাল মিলিয়ে হ্যাঁ তে হ্যাঁ আর
না তে না বলতে পারিনা ।
কাছের মানুষ কতক্ষণ থাকবে পাশে ?
একসময় আমিওতো একা হবো ।
জীবনে চলতে কতবারই তো হোঁচোট খাবো ।
কতবার হয়তো মুখ গুঁজে পড়েও যাবো ।
কে বা হাতটা ধরে আমায় তুলবে ?
কতবারই বা এগিয়ে এসে চোখের জল মুছবে ?
জানি , তখন পিছন থেকে ধাক্কাই বেশি মারবে
উঠতে যাতে না পারি
সে ব্যবস্থাই তারা করবে ।
তোমাদের ফন্দি বুঝে আমি ধরাশায়ী করবো,
চোখের জল মুছবো নিজেই,
নিজেই মাথা তুলে উঠবো ।
তোমরা যত নিচে টানবে, আমি উপরে উঠবো তত
তোমাদের এই নিচে নামানোর চেষ্টাই
আমার মনবল বাড়াবে শতশত ।
একলা পথে, একলা আমি
নিজের হাত ধরেছি
নিজেকে ভালোবেসেছি আমি নিজেকেই আপন করেছি ।।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)