Header Ads

ভালোবাসা নেই বেঁচে তিতাস মন্ডল (Gaan O Kobita Ghor)

ভালোবাসা নেই বেঁচে
                            গান ও কবিতা ঘর------




ভালোবাসা বুঝি আর বেঁচে নেই...
খুব যত্নে লালন প্রেম বৃক্ষ
হৃদ মাঝারে পুড়ছে, ছাই হচ্ছে
বুকের ভেতর ভয়াবহ দাবানল
স্বপ্ন গুলো ঝলসে সাথে মরছে।
মনের মধ্যেও খাঁ খাঁ গ্ৰীস্ম ঋতু
নয়ন নদী শুকিয়ে মৃতপ্রায়,
হুম, ভালোবাসা বুঝি আর বেঁচে নেই..
অনুভূতি পথ বদলায়।
মন!!
       কই সেতো অকারণে আর হাসেনা
আর কাঁদেনা আর রাগেনা
বড্ড এখন শীতল আমেজ
আগের মত আর গলেনা।
 না ভালোবাসা বুঝি আর বেঁচে নেই।
আসলে, ভালোবাসারও প্রতিপালন লাগে
প্রেমরস সোহাগ লাগে।
অযত্নে মূর্ছা যায়
ভালোবাসারও তো ভালোবাসা লাগে।
ভালোবাসায় আজ দগদগে ঘা
রক্ত ক্ষরণ সেই ক্ষতেই
হ্যাঁ...ভালোবাসা বুঝি আর বেঁচে নেই
ভালোবাসা নেই বেঁচে  ।।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.