Header Ads

চাঁদের খেলা -- তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর)

চাঁদের খেলা

        -- তিতাস মন্ডল         



ও চাঁদ..

        এই যে তুমি জোৎস্না ঢালো

         কোথায় পাও এত আলো!

          তারার সাথে ভাব বুঝি খুব

            অমাবস্যায় বড্ড কালো।


    চড়কা বুড়ির খবর কি গো 

      তাকে যে আর দেখিনা তো!

     গল্পে গানে অবাধ চলা

     প্রেমিক হৃদয় জোৎস্না স্নাত।


 ও চাঁদ তুমি বলো নাগো

 মেঘের ভেলা কেমনে ভাসে!

 কেমন করে বৃষ্টি আসে,

 রূপের যাদু তুমিই সেরা

 কলঙ্কের এ'দাগ ভালোবেসে?


তোমায় দেখে ঈদের খুশি

করবা চৌথে নারীর হাসি।

পূ্র্ণিমাতে শঙ্খ বাজে

তুমিই প্রেমের বাজাও বাঁশি।


ও চাঁদ..

           আমার ঘরে একটু আসো

           একসাথে আজ দোলনা চড়ি।

            সই পাতিয়ে হাতটা ধরি

            একটু বসে গল্প করি ।


  জোৎস্না স্নাত আমিও হবো 

    কল্পে তোমায় জড়িয়ে নেব

    ভালোবেসে রাখব ধরে

   তোমায় আমি গান শোনাবো।


নীলের সাথে ভাবনা মেশে

রোজ আলাপন তারার দেশে।

আকাশ আমার বড্ড কাছের

দাও ভূবন ভোলা একটু হেসে।


ও চাঁদ..

           আজ তবে এখন আসি

           প্রেম'ই নাকি সর্বনাশী!

           সে প্রেম ছুঁয়ে বলেছি শোনো

           তোমায় আমি ভালোবাসি।।


No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.