Header Ads

তিতাস মন্ডলের বাংলা কবিতা-- অনুভব

অনুভব

                ----তিতাস মন্ডল


"জীবন" কাকে বলে জানিনা

তবু বেঁচে আছি, শুধু এইটুকু।


"ভালবাসা" কি? 

      তাও সঠিক বলতে পারবনা ।

তবুও নিঃসঙ্গতাকে আঁকড়ে ধরে

পাগলের মত চিৎকার করে বলে চলেছি প্রতিনিয়ত -

      আমি ভালবাসি তোমাকে ।


  "সুখ" ?   

             সুখ কেমন তাও বুঝিনা

                 পোড়াকপাল ।

       তবুও সুখের অন্বেষণ

         করে চলেছি অবিরত ।


"শান্তি"........? 

           সেতো মৃত্যুর কথকতা ।

           তাকে বুঝি এজীবনে জানা সাধ্য নয় 

            হ্যাঁ , তবু বেঁচে আছি।


          চাইনা সুখ,  চাইনা ভালবাসা, 

           চাইনা তোমাকে ।

চাই শান্তি, শান্তির মৃদু প্রলেপ 

তাই, দুঃখের পারাবারে ভেসে চলেছি একা-

                নীরবে, নিঃশব্দে মৃত্যুর খেলাঘরে ।।


        

1 comment:

  1. এই কবিতা টি আমার খুবই ভালো লাগছে.........।।

    ReplyDelete

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.