নশ্বর পৃথিবীতে একা স্থির জীবন (Gaan O Kobita Ghor)
কবিতা :নশ্বর পৃথিবীতে একা স্থির জীবন
--চামেলী রহমান
বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা।
দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা!
অনেকটা নির্লজ্জভাবে আলিঙ্গন করে নিয়েছিলো আমাকে।
আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ-দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম,
তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা।
কি মিলেছিলো? তাদের!
তাও সয়ে গিয়েছিলো একটা সময়
ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম।
বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না!
মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিলো না।
শুধু ছিলো অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা।
হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে!
তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিলো।
হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিলো তোমার দৃষ্টিতে,
ওইটুকুই আমার যা পাওয়া।
এ কথা জানে শুধু অন্তর্যামী।
ঐ মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি!
তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি!
অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)