আমরাই দায়ী __ - কলমে- তিলক মুখার্জী
শিরোনাম- আমরাই দায়ী
--কলমে- তিলক মুখার্জী
পুরুষের সাথে নারীর বৈরিতা নেই।
প্রকৃতি পুরুষ এই দুই নিয়ে বিশ্ব সংসার।
মহাকাল যদি পুরুষ হয়, মায়া হল নারী।
পুরুষের সাথে নারীর কোনো বৈরিতা নেই।
সমাজে কিছু পুরুষ খুব খারাপ।
কিছু মানুষও খারাপ।
অবিশ্বাসের বীজ ছড়ানো আমার;
তোমার সবার বুকে।
ছয়টি রিপু লাঙ্গল চালায়, অহর্নিশি;
উর্বর করে ঘাতকের জমিন।
যতদিন অতিক্রম হয়, আমরা কেউ
আমাদের নিয়ে সন্তুষ্ট নই।
আরো দাও আরো দাও, না দিলে জোর ,
বলপূর্বক গ্রাস করবে রাহু।
পসার সাজিয়ে বিকিকিনি-নিছক মজা,
যৌনতা, ছড়িয়ে দাও- আরো দাও।
ধর্ষণ শুধু শরীরের হয়?
মনের হয় না? আত্মসম্মান, আত্মমর্যাদা?
এগুলো তো রোজ ধর্ষিত হয়।
শিকার -শিকারি সময় প্রেক্ষাপট অনুযায়ী-
পরিবর্তনশীল, তবে প্রক্রিয়া গতিময়।
নারী পুরুষের বৈরিতা নেই।
আছে জ্ঞান আর অজ্ঞানের, স্থির ও উদ্ভ্রান্তের,
সেটা আজ নয়, আদি অনন্ত কাল থেকে।
অস্থির ও অজ্ঞানের পেশিশক্তি বলশালী।
যেরম প্রতিনিয়ত প্রকৃতি ধর্ষিত হয়;
বিশ্বায়নকে শিখন্ডী করে আমরাই তো করছি।
প্রকৃতির আর্তনাদ আমরা কখনো শুনতে পাই।
মানুষ চিরটাকাল নিজের কথা ভেবেছে,
কিভাবে আরো ভালো থাকবে,
কিসের মাংস সুস্বাদু।
উদ্ভিদ , প্রাণী , প্রকৃতির কথা শুধু,
মঞ্চে শোভা পায়।
ধীরে ধীরে আত্মকেন্দ্রিকতা বিপদসীমায়,
উপনীত হয়েছে, চোখ বুঝে আছে।
বিলাসপূর্ণ জীবন যাপন করার প্রবল
স্বপ্নগুলো ঢেকে রেখেছে মানবিকতা।
না পাওয়া কামনা গুলো আক্রোশে ;
রূপান্তরিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
বেআব্রু হয় সম্মান, ক্ষত বিক্ষত হয় শরীর,
নারী পুরুষ, জাতপাত ,শহর গ্রাম নির্বিশেষে,
বলির পাঠা হয় , কিছু নিরীহ আত্মা।
সমাজে কিছু পুরুষ খুব খারাপ।
কিছু মানুষ ও খারাপ।
--কলমে- তিলক মুখার্জী
পুরুষের সাথে নারীর বৈরিতা নেই।
প্রকৃতি পুরুষ এই দুই নিয়ে বিশ্ব সংসার।
মহাকাল যদি পুরুষ হয়, মায়া হল নারী।
পুরুষের সাথে নারীর কোনো বৈরিতা নেই।
সমাজে কিছু পুরুষ খুব খারাপ।
কিছু মানুষও খারাপ।
অবিশ্বাসের বীজ ছড়ানো আমার;
তোমার সবার বুকে।
ছয়টি রিপু লাঙ্গল চালায়, অহর্নিশি;
উর্বর করে ঘাতকের জমিন।
যতদিন অতিক্রম হয়, আমরা কেউ
আমাদের নিয়ে সন্তুষ্ট নই।
আরো দাও আরো দাও, না দিলে জোর ,
বলপূর্বক গ্রাস করবে রাহু।
পসার সাজিয়ে বিকিকিনি-নিছক মজা,
যৌনতা, ছড়িয়ে দাও- আরো দাও।
ধর্ষণ শুধু শরীরের হয়?
মনের হয় না? আত্মসম্মান, আত্মমর্যাদা?
এগুলো তো রোজ ধর্ষিত হয়।
শিকার -শিকারি সময় প্রেক্ষাপট অনুযায়ী-
পরিবর্তনশীল, তবে প্রক্রিয়া গতিময়।
নারী পুরুষের বৈরিতা নেই।
আছে জ্ঞান আর অজ্ঞানের, স্থির ও উদ্ভ্রান্তের,
সেটা আজ নয়, আদি অনন্ত কাল থেকে।
অস্থির ও অজ্ঞানের পেশিশক্তি বলশালী।
যেরম প্রতিনিয়ত প্রকৃতি ধর্ষিত হয়;
বিশ্বায়নকে শিখন্ডী করে আমরাই তো করছি।
প্রকৃতির আর্তনাদ আমরা কখনো শুনতে পাই।
মানুষ চিরটাকাল নিজের কথা ভেবেছে,
কিভাবে আরো ভালো থাকবে,
কিসের মাংস সুস্বাদু।
উদ্ভিদ , প্রাণী , প্রকৃতির কথা শুধু,
মঞ্চে শোভা পায়।
ধীরে ধীরে আত্মকেন্দ্রিকতা বিপদসীমায়,
উপনীত হয়েছে, চোখ বুঝে আছে।
বিলাসপূর্ণ জীবন যাপন করার প্রবল
স্বপ্নগুলো ঢেকে রেখেছে মানবিকতা।
না পাওয়া কামনা গুলো আক্রোশে ;
রূপান্তরিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
বেআব্রু হয় সম্মান, ক্ষত বিক্ষত হয় শরীর,
নারী পুরুষ, জাতপাত ,শহর গ্রাম নির্বিশেষে,
বলির পাঠা হয় , কিছু নিরীহ আত্মা।
সমাজে কিছু পুরুষ খুব খারাপ।
কিছু মানুষ ও খারাপ।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)