প্রতিকার--তিতাস মণ্ডল (Gaan O Kobita Ghor)
নতুন নেশায় মেতেছে ওরা
নারী শরীরের গন্ধ
ছিঁড়ে কেটে খাচ্ছে দেহ
হোক না দমবন্ধ।
রক্তের স্বাদে লকলকে জিভ
পাশবিক ওই মন
শরীর চাই তা হোক না যেমনই
সে নেশার নাম ধর্ষণ।
ধর্ষক চলে মাথা উঁচু করে
নেই ভয়, নেই সাজা
শূলে চড়াবে কে আর তাদের
আজ রাজ্য আছে,নেই রাজা।
আমি বলি কি এসেছে সময়
হাতে অস্ত্র তুলে নাও,
ধর্ষক যত খুঁজে বের করে
পুরুষাঙ্গ কেটে দাও।
সমাজ বলবে তা বলে কি আর
আইন নেবে তুলে হাতে?
আইনের দেবী চোখের বাঁধন খুলে
নির্বাক চেয়ে থাকে।।
darun
ReplyDelete