এই সমাজের কথা -- তিতাস (গান ও কবিতা ঘর)
এই সমাজের কথা
--তিতাস মন্ডল
--তিতাস মন্ডল
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
সমাজে চেপে থাকা অসংখ্য মানুষের ব্যাথা ।
লুক্কায়িত সমাজপতির দূর্নীতির কথা -
বাবু ' সেজে মঞ্চে উঠে বক্তিতার ছটা ।
কেউবা ভালো মানুষ সেজে করেন সমাজ সেবা,
মিথ্যে কতক ভাষণ দিয়ে হয় জননেতা ।
শীততাপ ঘরে বসে কাটে এদের দিন
হাজার-হাজার মানুষ যখন বস্ত্রহারা দীন ।
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
সমাজপতিই এই সমাজের ভ্রষ্টাচারের মাথা ।
নেতা সেজে শুরু এদের রাজনীতির খেলা
বেঁচে থাকাই দায় হয়ে যায়, খেয়ে এদের ঠেলা ।
মিটিং, মিছিল, অকারণে করে বাংলা বন্ধ
শিক্ষিত যাদের বলি সবাই তখন অন্ধ ।
বোবা সেজে, বধির সেজে মানুষ সাজে ভালো
নিম্নশ্রেণীর মানুষ তাইতো দেখেনা আশার আলো ।
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
ধর্মের নামে মানুষে - মানুষে ঘৃণা লড়াইয়ের ঘটা ।
সব ধর্মই সমান যখন সমাজেরই অন্তর্গত
তবে কেন ধর্মের নামে সমাজে এত দ্বন্দ্ব ?
বুদ্ধিমানরা সবই বোঝেন, রাজনীতির এই মেলা
খুনোখুনি,মারামারি যত, সবই সমাজপতির খেলা ।
তবু 'তারা' সবই জেনে এক্কেবারে চুপ
লোকের চোখে এরাই সমাজের ভালো, ভদ্র খুব ।
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
হাজার-হাজার মানুষের কান্না বুকফাটা ।
মহামারি, বন্যার কবলে যখন অজস্র লোক
সমাজেপতির হৃদয়ে নেই, এতটুকু ক্ষোভ ।
তাদের, সেবার নামে তোলে জেলায় জেলায় চাঁদা
সেবায় কিছু পাঠায় বটে, পকেটে রেখে আধা ।
ঘুষের জোরে চাকরি পায়, অযোগ্যের দল
যোগ্য মানুষ নেশাগ্রস্ত তারই চাক্ষুষ ফল ।
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
বলতে গেলে নত হয় লজ্জায় নিজ মাথা ।
ধর্ষিতারা পায়না বিচার, লুকায় মৃত্যুর কোলে
ধর্ষকেরা বেপরোয়া চলছে বুক ফুলিয়ে ।
সমাজপতির পদতলে দরিদ্র এই সমাজ
চলছে শুধু খুনি, গুন্ডা আর আতঙ্কবাদীর রাজ ।
আমার মতে,
আজকের দিনে পচনশীল এই সমাজ ।
নগ্ন, ভগ্ন, ঘৃণ্য, হীন্য, অভিশপ্ত , ক্ষয়িভুত
ঘুণ ধরা এই সমাজ ।।
তিতাস
আজকে বলি এই সমাজের কথা ।
সমাজে চেপে থাকা অসংখ্য মানুষের ব্যাথা ।
লুক্কায়িত সমাজপতির দূর্নীতির কথা -
বাবু ' সেজে মঞ্চে উঠে বক্তিতার ছটা ।
কেউবা ভালো মানুষ সেজে করেন সমাজ সেবা,
মিথ্যে কতক ভাষণ দিয়ে হয় জননেতা ।
শীততাপ ঘরে বসে কাটে এদের দিন
হাজার-হাজার মানুষ যখন বস্ত্রহারা দীন ।
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
সমাজপতিই এই সমাজের ভ্রষ্টাচারের মাথা ।
নেতা সেজে শুরু এদের রাজনীতির খেলা
বেঁচে থাকাই দায় হয়ে যায়, খেয়ে এদের ঠেলা ।
মিটিং, মিছিল, অকারণে করে বাংলা বন্ধ
শিক্ষিত যাদের বলি সবাই তখন অন্ধ ।
বোবা সেজে, বধির সেজে মানুষ সাজে ভালো
নিম্নশ্রেণীর মানুষ তাইতো দেখেনা আশার আলো ।
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
ধর্মের নামে মানুষে - মানুষে ঘৃণা লড়াইয়ের ঘটা ।
সব ধর্মই সমান যখন সমাজেরই অন্তর্গত
তবে কেন ধর্মের নামে সমাজে এত দ্বন্দ্ব ?
বুদ্ধিমানরা সবই বোঝেন, রাজনীতির এই মেলা
খুনোখুনি,মারামারি যত, সবই সমাজপতির খেলা ।
তবু 'তারা' সবই জেনে এক্কেবারে চুপ
লোকের চোখে এরাই সমাজের ভালো, ভদ্র খুব ।
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
হাজার-হাজার মানুষের কান্না বুকফাটা ।
মহামারি, বন্যার কবলে যখন অজস্র লোক
সমাজেপতির হৃদয়ে নেই, এতটুকু ক্ষোভ ।
তাদের, সেবার নামে তোলে জেলায় জেলায় চাঁদা
সেবায় কিছু পাঠায় বটে, পকেটে রেখে আধা ।
ঘুষের জোরে চাকরি পায়, অযোগ্যের দল
যোগ্য মানুষ নেশাগ্রস্ত তারই চাক্ষুষ ফল ।
সমাজটা কি ?
আজকে বলি এই সমাজের কথা ।
বলতে গেলে নত হয় লজ্জায় নিজ মাথা ।
ধর্ষিতারা পায়না বিচার, লুকায় মৃত্যুর কোলে
ধর্ষকেরা বেপরোয়া চলছে বুক ফুলিয়ে ।
সমাজপতির পদতলে দরিদ্র এই সমাজ
চলছে শুধু খুনি, গুন্ডা আর আতঙ্কবাদীর রাজ ।
আমার মতে,
আজকের দিনে পচনশীল এই সমাজ ।
নগ্ন, ভগ্ন, ঘৃণ্য, হীন্য, অভিশপ্ত , ক্ষয়িভুত
ঘুণ ধরা এই সমাজ ।।
তিতাস
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)