Header Ads

আপন করতে পারিনি -- তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর )

আপন করতে পারিনি
                                    -- তিতাস মন্ডল

তোকে পেয়েছিলাম তো কাছে
কিন্তু আপন করতে পারিনি ।

আমাকে ছাড়া তোর রাত হতোনা
ভালোবাসি না বলে সকাল হতোনা, 
মন খুলে সকল কথা আমায় তুই বলতিস
বাঁকা চোখে কেউ তাকালে প্রতিবাদ করতিস।

তোর দিন শুরু আমার হাসিতে,শেষ আমাতে করতিস
তুই বাঁচতিস আমারই জন্য, আমাতেই মরতিস।
আজ তুই অন্য কারোর হয়ে গেলি
নিমেষেই কেমন করে আমায় ভুলে গেলি!
চেষ্টা করেও আটকাতে তো পারিনি
তোকে পেয়েছিলাম তো কাছে 
কিন্তু আপন করতে পারিনি ।
আপন করতে পারিনি  -- তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর )
মনে হয়েছিল তুই সবার থেকে আলাদা 
কিন্তু তোর ওযে সেই একই চেহারা, 
মাঝ পথে  হাত ছেড়ে দিলি
হৃদয় ভেঙ্গে টুকরো-টুকরো করে দিলি ।
যেতে যে চায় তাকে আটকানো কার সাধ্য
সেসব কিছু মেনে নিতে আমি এখন বাধ্য ।
হাতের মুঠোয় তোকে ধরেছিলাম
কিন্তু হাতের রেখা বানাতে পারিনি
তোকে পেয়েছিলাম তো কাছে
কিন্তু আপন করতে পারিনি ।।


No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.