-কাজী জহির আহমেদ
গতকাল তোমার জন্মদিন ছিলো;—
শুভেচ্ছা আর অভিনন্দনে তোমার মোবাইল ফোনের ইনবক্স ছিলো ব্যস্ত আর পরিপূর্ণ,
সেখানে আমার অনুপস্থিতিতে নিশ্চয়ই খুব আবেগী ছিলে;
সব ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে আমাকে বকেছিলে নিশ্চয়ই?
আগুনের ফুলকি ছড়াতে চেয়েছিলে আমার বা'পাজরে।
চোখের জলে অভিশাপ নিশ্চয়ই দাওনি বরং স্রষ্টার কাছে আকুতি জানিয়ে বলেছিলে,
'যেনো আমিও একটু সামাজিক হই,
পেছন থেকে জড়িয়ে ধরে আদর করার অভ্যেসটা যেনো হয়,
প্রতিদিন না হোক, সপ্তাহে অন্তত একবার ফুচকা খাওয়ানোর ছলে
যেনো আমরাও ঘুরতে বের হই ক্লান্ত শহরের অলিগলিতে,
মাঝেমাঝে অফিস থেকে ফিরেই যেনো একটু রাগ করি;
তোমার ধারণা,রাগ করলে আমাকে দারুণ দেখায়—
জড়িয়ে ধরে বুকের কাছে এনে যেনো
রাগ ভাঙাতে পারো;
এমনটা নিশ্চয়ই চেয়েছো?
ছাদে অবহেলায় বেড়ে উঠা গোলাপ চারাটিতে
কিছুদিন হলো ফুল ধরেছে,
একটি গোলাপ তোমার খোঁপায় নিঃশব্দে
গুজিয়ে দিতে দিতে —
তুমি টের পেলেই সব আনন্দ পন্ড হবে,
দৃশ্যটা নিশ্চয়ই আমাকে রাগিয়ে দিতো,
আমি রাগ করলেই তুমি ভালোবাসা হয়ে ওঠো;
জড়িয়ে ধরো, বুকের কাছে টানো!
একটু প্রশংসা,
একটু আধটু মিথ্যে বলে তোমায় যেনো ডুবিয়ে দেই ভালোবাসায়'
তুমি হয়তো এমনটাই প্রার্থনা করেছো গতকাল— রাগ নিশ্চয়ই করোনি?
রাগ করলে আমি যেনো আরও বেঁকে না বসি,
এইটুকু প্রার্থনা স্রষ্টার কাছে আজকেও জানিও
এই আমি এলাম বলে;
তোমার প্রিয় নীল রঙের শাড়ি হাতে...
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)