মায়ের মুখে হাসি -- তিতাস মন্ডল (Gaan O Kobita Ghor)
মায়ের মুখে হাসি
-- তিতাস মন্ডল
কোটি টাকার হচ্ছে পূজা
কোটির আলোক সজ্জা,
কোটি মানুষ বস্ত্রাভাবে
ঢাকেনা দেহের লজ্জা ।
হাজার রকম ফল-মিষ্টি
ভোগের আয়োজন,
অনাহারে মরছে মানুষ
মরছে হাজার জন ।
দুর্গা বুঝি এমনটি চায় ?
তিনি তো সবার 'মা'
তাঁর নামে করছ থিমের
প্রতিযোগিতা ।
এসব ছেড়ে ওদের তোমরা
দাও নতুন বস্ত্র,
ক্ষুদার্তের মুখে অন্ন দাও
কানে প্রেমের মন্ত্র ।
তখন -
পূজোর গন্ধে মাতবে সবাই
আট থেকে আশি
দেখবে -
প্রেমের আলোয় আলোকিত
দেখবে মায়ের মুখে হাসি ।।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)