Header Ads

হাহাকার -- তিতাস (Gaan O Kobita Ghor)

হাহাকার -- তিতাস


হাহাকার - হাহাকার - হাহাকার
কান পেতে শোন চারিদিকে শুধুই হাহাকার ।
ক্ষুধার্ত মানুষের একটুকরো রুটির জন্য হাহাকার
তৃষ্ণার্ত মানুষের একফোঁটা জলের জন্য হাহাকার ।
বস্ত্রহীনের হাহাকার একটা বস্ত্রের জন্য
গৃহহীনের হাহাকার মাথার উপর ছাদের জন্য ।
কানপেতে শোন চারিদিকে শুধুই হাহাকার ।
কারো হাহাকার সামান্য ভালোবাসার তরে
কারো হাহাকার অজানা মায়ের স্নেহের তরে, 
অতৃপ্ত বাসনাকে চেপে রাখার হাহাকার
ফেলে আসা দিনগুলি হারানোর হাহাকার ।
কানপেতে শোন চারিদিকে শুধুই হাহাকার ।
হাহাকার দেখ কাছের মানুষ দূরে যাওয়ার তরে
হাহাকার কত অজানাকে জানার তরে , 
অনেক কিছুই না দেখার হাহাকার
অনেক কিছুই না পাওয়ার হাহাকার ।
কানপেতে শোন চারিদিকে শুধুই হাহাকার ।
শ্রমিকের হাহাকার না পাওয়া বেতনের লাগি
কৃষকের হাহাকার রিক্ত ভূমির লাগি, 
কাঠফাটা রৌদ্রে মরুভূমির হাহাকার
প্রবল ঝড়ে অরণ্যের হাহাকার ।
কানপেতে শোন চারিদিকে শুধুই হাহাকার ।
হাহাকার শোন মুক্ত পরিবেশের জন্য
হাহাকার শোন বিশুদ্ধ বাতাসের জন্য , 
 বিশৃঙ্খল সমাজের অবক্ষয়ের হাহাকার
অজশ্র মানুষের বেঁচে থাকার হাহাকার ।
হাহাকার - হাহাকার - হাহাকার
কানপেতে শোন চারিদিকে শুধুই হাহাকার ।।
                  

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.