শ্রদ্ধেয়া শুভ্রা গাঙ্গুলীপাণি'র কবিতা বর্তমানে জীবন সংগ্রাম
বর্তমানে জীবন সংগ্রাম
-শ্রদ্ধেয়া শুভ্রা গাঙ্গুলীপাণি
১
একজন স্নাতক আমি,
নামের পাশে বন্দ্যোপাধ্যায়
তকমা থাকায়;
আমার জন্য চাকরিতে
কোনো কোটা নেই।
উপরতলায় কোনো মামাও নেই
মধ্যমানের ছাত্র,
তাই কোনো চাকরিও নেই।
আমার মতো আছে অনেকেই,
তাদের মতো ছাত্র পড়িয়ে
সংসার পাতলাম গুছিয়ে।
চলছিল বেশ; হঠাৎ চোখ রাঙিয়ে
এলো এক সংক্রামক রোগ
দিলো সব থামিয়ে।
মেঝে থেকে শতরঞ্জি তুলে,
বসলাম অনলাইন খুলে,
দক্ষিণার কথাটা সবাই গেল ভুলে ।
বলুন তো এখন সংসার চালাই কি করে!
২
রং তুলি আর হারমোনিয়াম
সেই শৈশবে ধরে ছিলাম ।
তারপর ঐ পথেই হলো অন্নসংস্থান ।
কচিকাঁচাদের ছবি আঁকিয়ে ;
আর গান শিখিয়ে
দিন কাটছিল বেশ সুখে।
কোথা থেকে এক মারণকনা
এসে হাজির হলো।
কচিকাঁচাদের আনাগোনাও
বন্ধ হলো।
যৎসামান্য সঞ্চয়
শেষ হতে নিলো না সময়।
শেষমেষ তুলে রেখে শিল্পকলা
হতে হলো মাস্ক ওয়ালা।
৩
বোশেখের গনগনে রোদে,
পিচ গলা পথে,
খিদেয় তেষ্টায় আর ক্লান্তিতে;
মাইলের পর মাইল হাঁটছি
আমাতে আর ছেলেতে।
ভিনরাজ্যে কাজ খুইয়ে
বাপ বেটা ফিরলাম গাঁয়ে।
মাসকয়েক যেতে না যেতে,
দুবেলা অন্নের হাহাকার
ঘর ছাড়া করল আবার।
তবে ফেরার পালা আমার একার
পথের কষ্ট সহ্য করতে
পারেনি ছেলে আমার।
৪
রেলগাড়িতে নিত্য দেখা হতো;
কাঁধের ঝোলা ব্যাগে থাকত
লজেন্স ভরা বয়াম্,
তাই দিয়ে আপনাদের
তেষ্টা মেটাতাম।
রেলের চাকা থামল যেদিন
অনেকের মতো আমারও
কপাল পুড়ল সেদিন।
বছর চারেক হলো বাবা অসুস্থ
নুন আনতে পান্তা ফুরায়
ওষুধ পথ্য দুরস্ত।
কালরাতে এক স্বপ্ন দেখলাম;
ছুটছে রেলগাড়ি,
হাসিমুখে চলছে হকারি।
জোর গলায় অন্ধ ভিখারি গায়
আমরা করব জয় নিশ্চয়..।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)