আজ আমি এতো টাই ক্লান্ত যে- শর্মিষ্ঠা দাস (Gaan O Kobita Ghor)
আজ আমি এতো টাই ক্লান্ত যে তোমার শাস্তি হোক সেটা ভাবতেও ক্লান্ত লাগে
আজ আমি এতো টাই ক্লান্ত যে তুমি যদি হঠাৎ সামনে চলে আসো
তোমাকে দেখে কিছু ভাবতে আমার ক্লান্তি হবে
আমি আজ এতো টাই ক্লান্ত
যে তুমি যদি আমার অবস্থা দেখে আমার ওপর হাসো
আমার লজ্জা পেতেও ক্লান্তি হবে
আজ কেন যেন তুমি আমার দাম টা যদি বুঝতে ۔۔۔এই ভাবনা টা ভাবতেও আমার ক্লান্ত লাগে
আমি আজ ভীষণ ক্লান্ত
আজ আমি স্বার্থপর অভিমানী
এই জায়গা টা তে পৌঁছতে
আমায় অনেক মানসিক যন্ত্রনা দিয়ে যেতে হয়েছে
পাগল হয়েছি ভেবে ভেবে
কেন তুমি নিজের ভুল টা বুঝে আমার কাছে ক্ষমা চাইলে না
আজ ক্লান্ত হয়েছি প্রচুর তাই এই কথা গুলো আর ভাবতে পারিনা
আজ এতো টা ক্লান্ত আমি যে তুমি বেঁচে আছো না মরে গেছো
সেই চিন্তা টা করতে আমার ক্লান্ত লাগে
তুমি আবার কার জীবন নষ্ট করছো
কার মনের খুন করছো
আজ সত্যি এসব ভাবতে আমার ক্লান্ত লাগে
ভীষণ ক্লান্ত আমি
নিজে কে নিয়ে বাঁচতে চাই
নিজের কথা ভাবতে চাই
আজ যেন পৃথিবীর সব স্বার্থপর দুমুখো মানুষ গুলোর কথা ভাবতে আমার আর ভালো লাগেনা
আমায় দেখে অনেকে ভাবে আমি অহংকারী
ভুল ভাঙিয়ে দিতে আমার ক্লান্ত লাগে
আজ আমি ভীষণ ক্লান্ত ।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)