"সত্যি কি খুব দরকার ছিল ?" -শর্মিষ্ঠা দাস (Gaan O Kobita Ghor)
-শর্মিষ্ঠা দাস
"সত্যি কি খুব দরকার ছিল ?"কিছু কষ্ট মানুষ কে বলা যায়না
কিছু কষ্ট নিজে কেই সয়ে নিতে হয়
কিছু দুঃখ ভাগ করা যায়
কিছু কষ্ট ভাগ করা যায়না
তবুও মনে প্রশ্ন ওঠে
সত্যি কি খুব দরকার ছিল ?
আমি কেন একটা এমন কষ্ট পেলাম যেটা আমি
কারো কাছে ভাগ করতে পারবো না
আগে মোমের পুতুল ছিলাম
অল্প আঘাত লাগলেও কাঁদতাম
আর আজ কান্না টাও আসেনা
এতো টা পাথর হয় গেছি ?
কিন্তু তবুও বার বার মনে হয়
সত্যি কি খুব দরকার ছিল ?
আজ আমি পালিয়ে বেড়াই
জানিনা কি আমায় তারা করছে ?
মনের কিছু যন্ত্রনা কাউ কে যখন বলা যায়না
তখন কি আর ভালো থাকা যায় ?
যখন মন শরীর সব হাল ছেড়ে দেয়
তারপরও যখন হাস্তে হয় নিজে কে পাগল হওয়ার
থেকে বাঁচানোর কঠিন যুদ্ধ করতে হয়
তখন আবার মনে হয়
সত্যি কি খুব দরকার ছিল?
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)