Header Ads

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে - রবীন্দ্র সংগীত (গান ও কবিতা ঘর)

রবীন্দ্র সংগীত

পর্যায় : পূজা                                            



 মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

একেলা রয়েছ নীরব শয়ন প'রে-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো, ।।

রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি

আর কতকাল এমনি কাটিবে স্বামী-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো, ।।

রজনীর তারা উঠেছে গগন ছেয়ে,

আছে সবে মোর বাতায়ন-পানে চেয়ে-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো, ।।

জীবনে আমার সঙ্গীত দাও আনি,

নীরব রেখো না তোমার বীণার বাণী-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো, ।।

মিলাবো নয়ন তব নয়নের সাথে,

মিলাবো এ হাত তব দক্ষিণহাতে-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো, ।।

হৃদয়পাত্র সুধায় পূ্র্ণ হবে,

তিমির কাঁপিবে গভীর আলোর রবে-

প্রিয়তম হে, জাগো জাগো জাগো, ।।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.