হার-মানা হার পরাব তোমার গলে - রবীন্দ্র সংগীত (গান ও কবিতা ঘর)
রবীন্দ্র সংগীত
দূরে রব কত আপন বলের ছলে।
জানি আমি জানি ভেসে যাবে অভিমান,
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান,
পাষান তখন গলিবে নয়নজলে।
শতদল-দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিনতরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
কিছুই সেদিন কিছুই রবে না বাকি
পরম মরণ লভিব চরণতলে।
অপুর্ব
ReplyDeleteধন্যবাদ-
Deleteআপনাকে আমাদের ওয়েবসাইটের পক্ষথেকে অনেক অনেক শুভ কামনা ও শুভেচ্ছা।