পথের ছদ্মবেশ
ড.গৌরী ভট্টাচার্য্য
ব্যথাহত মন,মানতে পারিনা
পথের ছদ্মবেশ,
চিরচেনা পথ লাগছে অচেনাবিপদের নেই শেষ।
সবার বিপদ শেষ হবে কবেভাবতে কাঁপন লাগে,
অনেক দিনের প্রিয় পথ দিয়েচলাচলে ভয় লাগে।
যে পথ ছিল ঘরের বাহিরেনিত্য চলার সাথী,
যে পথে আমার জড়িয়ে আছেস্মৃতি প্রেমময় ভাতি।
সেই পথে আজ পদচিহ্নপড়ে আছে মুখ থুবড়ে,
কৃষ্ণচূড়ার পাপড়ি বেয়েঅশ্রু মুক্তা ঝরে।
লতা ও পাতার দুলুনিতে দেয়বৃষ্টির হাতছানি,
রোগী ও লাশের গাড়ি চলাচলেশোকার্ত পথখানি।
জল ছপছপ লেকের দুপাশেকেউ নেই পাশাপাশি,
দূরান্তে সব বন্ধুরা আজনেই আনন্দ হাসি।
খুশীর হাওয়ায় উড়ছেনা ধূলিপথিকের পদচারণে,
হে পথ,তোমার ছদ্মবেশটি
ঝাঁকুনি দিচ্ছে প্রাণে।পথের দু'ধারে ঘুরতো টোকাই,
জানিনা কোথায় তারা,
দশটাকা দামে ফুল বিকিকিনিনেই তো শীর্ণ মেয়েরা।
কেউবা মোড়ে বাদাম ভেজেছোট্ট ঠোঙায় বেচতো,
কেউবা আমড়া খোসা ছাড়িয়েলবণ মরিচে মাখতো।
পথে নেই আর হকার,দোকান,
ট্রাফিক জ্যামে হিজড়া,
কে জানে কোথায় মিলে গেলো সবহাসিকান্নার চেহারা।
চিরচেনা পথ হয়েছে অচেনানেই খুশী অবশেষ,
নীরব পথটি বেদনার ভারেনিয়েছে ছদ্মবেশ।।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)