Header Ads

সুস্থ হোক পৃথিবী





                                          পীযুষ কান্তি সরকার




একদিন সুস্থ হবে ধরণী সেই আশাতেই প্রহর গুণী
আমরা সবাই করবো খেলা খোলা প্রান্তরে।
বসবো খোলা হাওায় প্রকৃতির প্রেমে
আবার সবাই বাঁচবো একসাথে  নতুন করে
অপেক্ষা কর কদিন পরেই শেষ বিকেলে হাতটি ধরে
হারিয়ে যাবো কোন এক মেঠোপথে
দুধারে ধানক্ষেত আর রাখাল গরুর সাথে।
আবার তোমার প্রেমে পরবো নতুন করে
পরন্ত বিকেলে ছোট নদীর তীরে
কাশফুলের রাজ্যে হারিয়ে যাবো
সাদা সাদা ফুলে মনের যত রঙ নিয়ে।
নির্বাক দৃষ্টি মেলে পাশাপাশি বসে পাখিদের
ঘরে ফেরার সন্ধ্যা দেখবো তোমার সাথে
আবার তোমার প্রেমে পড়বো ধরণী সুস্থ হলে।

2 comments:

  1. অনেক সুন্দর হয়েছে...............
    সেই সাথে অনেক শুভ কামনা রইলো।

    ReplyDelete
  2. https://www.all-banglakobita.com/2020/09/Life-Story-Maa.html

    ReplyDelete

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.