সুস্থ হোক পৃথিবী
পীযুষ কান্তি সরকার
একদিন সুস্থ হবে ধরণী সেই
আশাতেই প্রহর গুণী
আমরা সবাই করবো খেলা খোলা প্রান্তরে।
আমরা সবাই করবো খেলা খোলা প্রান্তরে।
বসবো
খোলা হাওায় প্রকৃতির প্রেমে
আবার সবাই
বাঁচবো একসাথে নতুন করে।
অপেক্ষা কর ক’দিন পরেই শেষ বিকেলে হাতটি ধরে
হারিয়ে যাবো কোন এক মেঠোপথে
দুধারে ধানক্ষেত আর রাখাল গরুর সাথে।
অপেক্ষা কর ক’দিন পরেই শেষ বিকেলে হাতটি ধরে
হারিয়ে যাবো কোন এক মেঠোপথে
দুধারে ধানক্ষেত আর রাখাল গরুর সাথে।
আবার তোমার প্রেমে পরবো নতুন করে
পরন্ত বিকেলে ছোট নদীর তীরে
কাশফুলের রাজ্যে হারিয়ে যাবো
সাদা সাদা ফুলে মনের যত রঙ নিয়ে।
নির্বাক দৃষ্টি মেলে
পাশাপাশি বসে পাখিদেরপরন্ত বিকেলে ছোট নদীর তীরে
কাশফুলের রাজ্যে হারিয়ে যাবো
সাদা সাদা ফুলে মনের যত রঙ নিয়ে।
ঘরে ফেরার সন্ধ্যা দেখবো তোমার সাথে
আবার তোমার প্রেমে পড়বো ধরণী সুস্থ হলে।
অনেক সুন্দর হয়েছে...............
ReplyDeleteসেই সাথে অনেক শুভ কামনা রইলো।
https://www.all-banglakobita.com/2020/09/Life-Story-Maa.html
ReplyDelete