Header Ads

এক রাত্রির কথা - তিতাস মন্ডল

এক রাত্রির কথা - তিতাস মন্ডল





এক রাত্রে শুয়েছিলাম ছাদে
একা নিরালা - নিঃশব্দে,
দেখছিলাম আকাশ টাকে ।
তাকিয়েছিল আমার দিকে অজস্র তারা ।
কেউ হাসছিল,
কেউ গাইছিল
কেউবা কৌতূহলের প্রশ্নচোখে চেয়েছিল,
কানাঘুষো চলছিল তাদের মধ্যে -
আমাকে নিয়ে,
সেটা আমি জানি ।
কি বলছিল ?
কে জানে !
জানার চেষ্টাও করিনি ।
আমি খুঁজছিলাম "তাকে"
আমার প্রিয় মানুষটাকে ।
ওদের মধ্যেই লুকিয়ে রয়েছে "সে"
অস্থির হয়ে না দেখতে পেয়ে
চোখ বন্ধ করে নিলাম ।
হটাৎ শুনতে পেলাম "তার" সেই শান্ত গম্ভীর কণ্ঠস্বর...
বলল -
' দেখ, চেয়ে দেখ, এসেছি আমি ।
অনেক পথ পেরিয়ে
অনেক বাধা কাটিয়ে
এসেছি তোমার কাছে ।
আমায় দেখ।
অনুভব কর ।
আমি আছি তোমার কাছে
আমি সদা থাকি তোমার পাশে ।
তুমি চোখ খোল -
দেখ একবার তোমার প্রিয় মানুষটাকে।
শুনে , ধীরে-ধীরে মেললাম চোখের পাতা
দেখলাম -
হাজার তারার ভীড়ে মিটমিট করছে ছোট্ট
একটি "তারা"।
বুঝতে অসুবিধা হলনা !
‌ এই " সে "
যার জন্য সীমাহীন অপেক্ষা ,
অস্থির চঞ্চলতা,
আমার মরণ পথে হাঁটা।
এই "সে " একান্ত আমার কাছের মানুষ ।
আমি দেখলাম "তাকে"
অনুভব করলাম অন্তঃস্থ দিয়ে
দেখি "তার" চোখে জল ।
কথা না রাখার -
আমাকে একা ফেলে যাবার
অপরাধ বোধ তার চোখে মুখে ।
আমি চোখ বন্ধ করে নিলাম
তবু, বলতে পারলামনা "তাকে"কিছুই...
"সে " তখন আমার কানেকানে বলেছিল -
"ভালোবাসি ।
আমি আজও ভালোবাসি তোমায়।
শুধু ধরা দিতে পারিনা
শুধু স্পর্শ করতে পারিনা
তুমি ক্ষমা করো আমায়
তুমি ভুলে যেও আমায়" ।।
আমি দীর্ঘশ্বাস ফেললাম
অস্ফুট স্বরে তাকে বললাম -
" আমি ভুলেও যে কিছু ভুলিনা
আমি ভালোবাসা মানে তোমাকেই বুঝি
তুমি ছাড়া ভালোবাসা কিছু জানিনা
তুমি ছাড়া ভালোবাসা আমি মানিনা
আমি ভুলেও যে কিছু ভুলিনা" ।।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.