Header Ads

জীবন না ভালোবাসা - তিতাস মন্ডল


জীবন না ভালোবাসা

- তিতাস মন্ডল

তুমি যদি আমাকে জীবন আর ভালোবাসার মধ্যে যেকোনো একটি কে বাছতে বলো..
তবে জেনে রাখো আমি ভালোবাসারই সঙ্গ নেব।
ও জীবন আমি চাই না
যাতে বুকের বাঁ পাশে হৃদপিন্ড ওঠানামা করে
রক্ত সঞ্চালন হয়
শ্বাস-প্রশ্বাসের গতি জানান দেয় বেঁচে থাকার।
না ও জীবন আমি চাই না।
আমি তো এক মুহূর্তে হাজার বছর বাঁচতে পারি যদি ভালোবাসার পরশ পাই।
একটা গোটা মহাকাব্য লিখতে পারি যদি প্রেমের আভাস পাই।
সাগর হতে মুক্ত ছড়াতে পারি তব কলহাস্যে
আকাশ হতে বৃষ্টি নামাতে পারি প্রেমের বরষে।
হ্যাঁ, আমি ভালোবাসা বেছে নেব
জীবনকে দূরে ঠেলে
প্রেম রসে ভিজে মরনের চোখে চোখ রাখব
তবু তুমি যদি আবারও জীবন আর ভালোবাসার মধ্যে যেকোনো একটি কে বাছতে বলো...
তবে জেনে রাখো আমি ভালোবাসারই সঙ্গ নেব
ভালোবাসাকেই বাছবো।।

2 comments:

  1. চমৎকার লেখনি খুবই ভাল লাগলো.....................

    ReplyDelete
  2. কোথায় তুমি দেখছি না তো
    কাছে এসো আদর করব আহা যৌবনের উল্মাদ নেশা রাত জেগে বড্ডবেশি বাড়াবাড়ি করছে।কাছে এসো আকাঙ্ক্ষিত হৃদয়ের বাসনা পূর্ণ করি।যৌন পিপাসু তাই এরকম মনে হয়।এসো ভালবাসি ভালবাসি বলি নেখালেখি করে

    ReplyDelete

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.