Header Ads

সুখী ও দুখী অনিন্দ‍্য সাহা'র কবিতা (গান ও কবিতা ঘর)

সুখী ও দুখী 

                --অনিন্দ‍্য সাহা 



   
লোকে যাকে সুখী ভাবে সুখী সে নয়।
নিজেকে যে সুখী ভাবে সুখী সেই হয়।

চারতলা বাড়ি,চারখানা গাড়ি,চার চারটা চাকর
কারো থাকতেই  পারে।
তবে এইসব দিয়ে তো আর সুখ আসে নারে।

হয়তো কেউ রাজবধু,
টাকা কড়ি,বাড়ি গাড়ি,সবই তো আছে। তবু সে বন্দী হয়তো সোনার খাঁচাতে।
সখীরা তারেও সুখী বলে, মনে মনে হিংসায় জ্বলে পুড়ে মরে।
আর সে বেচারি ছটপট করে উড়িবার তরে।
তার এত সুখ অন্যের সয় না।
 কিন্তু সে যে শান্তি খোঁজে, সুখ তার চায় না।
টাকা কাঁড়ি  কাঁড়ি, বড় বড় বাড়ি,
গা ভর্তি গয়না, সকলের যা হয় না।
কোটিপতি পতি পেলেও, মনে খুশী রয় না।

কারো আবার 
 লাখ লাখ টাকা আছে এটি এমে,
মাসকাবারি বাজার করে পেটিএমে।
গাড়ি নিয়ে ছোটে বিগবাজারে।
লোকে বলে 
এত সুখী ফ‍্যামিলি তো হয় হাজারে। 
অ‍্যানিভর্সারি আর বার্থডে
লেগে আছে বারো মাস।
মনে হবে,এমন একটা ফ‍্যামিলিতে
যদি জন্মাতাম কাশ।
ককটেল পার্টিতে মদের ফোয়ারা  ছোটে।
এমন সুখ কজনের কপালে জোটে?

 দেখবে,
 তাদেরই ফ‍্যামিলিতে
ভাই ভাই ঠাই- ঠাই।
বৌদি ননদে কথা নাই।
শালা শালিদের ডেকে ফুর্তি করে,
আর মা বাবা বৃদ্ধাশ্রমে কেঁদে কেঁদে মরে।

কারো বা আছে আবার হাই প্রোফাইল জব।
উজার করে ভগবান দিয়েছেন সব।
আগে পিছে সিকিউরিটি,পুলিশ প্রোটেকশন।
পুরো বাড়িটাই বানিয়েছে এয়ার কনডিশন। 

তবু দিনশেষে,
সারা বাড়িখানা অদ্ভুত স্তব্ধ।
স্বামী স্ত্রী উপস্থিত কিন্তু
নেই কোনো শব্দ।
দুজনেই দুজনকে করতে 
চায় জব্দ।
কে করবে ফাইল  প্রথম
ডিভোর্স কেসটা?
অনেক হয়েছে মানিয়ে চলা
এবার হয়ে যাক শেষটা। 

লোকে যাকে দুখী বলে দুখী সেও নয়।
নিজেকে যে দুখী ভাবে দুখী সেই হয়।

হাজার অভাব আর অনটন দেখে,
সামনেতে আহা উহু করবেই লোকে।
বিপদে পড়লে দেখবি ভাই,
তাদের টিকিটারও দেখা আর নাই।
তোমার কষ্টে তাদের কষ্ট
তোমার থেকে  বেশি।আড়ালে তারাই করে তোমাকে নিয়ে হাসাহাসি।
তাদের কষ্ট মনে নয়,
মুখেতেই খালি।
ওমন শত্রুর মুখে 
পড়ুক চুনকালি।

সুখী তুমি,না দুখী তুমি,
তুমিই তা জানবে।
অন‍্য কেউ তা কি করে
ঠিক করবে?

সুখের খাওয়া,সুখের ঘুম, সুখের চাকরি,
সুখের অনেক রকম।
শান্তি শুধু মনেতে, তাই চাপটাও কম।

সুখ থাকলেই শান্তি আসে নাই।
শান্তি ছাড়া সুখকে কি আর সুখ বলা যায়?

 দেহে সুখ,মনে সুখ, শয‍্যাসুখ কতসুখ যে চাই, 
শান্তি শুধু মনেতে কোনো ঝামেলা নাই।

বাড়ি নাই, গাড়ি নাই,রোজগার অল্প?
তাতেও রচিত হতে পারে প্রেমের গল্প।
কিছুটা খরচ আর কিছুটা সঞ্চয়,
বিশ্বাস  আর ভরসায় সংসার সুখী হয়। 
নাইবা দিলেন বউকে সোনার গয়না
ইমিটেশনেও কিন্তু খারাপ দেখায় না।
দায়িত্ববোধ যদি কিছুটাও থাকে,
পাপের  টাকা যদি না ধরো হাতে,
কাউকে পাত্তা না দিয়ে নিজে ভালো থাকুন।
সুখী  সংসারের মিথ্যে নাটকের মুখে লাগুক আগুন।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.