Header Ads

কলিযুগের পূজা__তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর)

কলিযুগের পূজা__তিতাস মন্ডল 
কলিযুগের পূজা__তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর)


 
পূজা মানে ঢাকের আওয়াজ ঢ্যাং কুরাকুর ঢ্যাং 
পূজা মানে নতুন শাড়ি, 
নতুন জামা, প্যান্ট । 
নতুন নতুন প্যান্ডেল , 
বাদ্দি নতুন মায়ের রূপ 
পূজা মানেই আলোকসজ্জা এযে ডিজিটাল যুগ ।
 যুগের হাওয়ায় মহামায়া 
সাজেন নানা রূপে বাসনপত্রর, 
লাটাই, ঘুড়ি কখনোবা সাজেন জুটে । 
টিকি ছাড়া বামুন ঠাকুর দর অনেক বেশি 
 দক্ষিণাটা মোটা অংকের চাই রাশি রাশি । 
 বন্যার ত্রাণে সাহায্যে আজ একটি টাকাও নাই 
প্রথম স্থান পেতে পূজায় কোটি টাকা চাই । 
বিকৃত রূপ প্রাতিমার, বিকৃত সব সাজ 
মোদ্দা কথা ভীড় বাড়ানোই এখন আসল কাজ ।
 
হইহুল্লোর চারটি দিনই হাসি ভরা গাল 
পূজার শেষে হাত খালি ঠনঠন গোপাল । 
 কাঙ্গালিনী একটি মেয়ে প্রণাম করে বলে 
পূজার ভোগ চড়াচ্ছি মাগো অনেক কষ্টের ফলে ।
 চারটি দিনই পূজা করি ধর্ম রাখার দায় 
সেই কারনেই ওষ্ঠাগত প্রাণ যায় যায় । 
 মহিষাসুর সব নাচছে আজকে নাচছে ঢাকের তালে 
মানুষ আজকে জড়িয়ে যাচ্ছে ভণ্ডামিতার জালে । 
কেমন করে বাঁচবে সবাই চিন্তা এখন খুব.... 
মুচকি হেসে দুর্গা বলেন - এটাই কলিযুগ ।।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.