কল্পনার বেচা-কেনা ---তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর)
কল্পনার বেচা-কেনা
---তিতাস মন্ডল
প্রজাপতি, তুমি তোমার পাখনা বেচবে
আমি ঘর সাজাবো ।
প্রজাপতি, তুমি তোমার রঙ বেচবে ?
আমি ছবি আঁকবো ।
তবে, শুঁড়টাও তুমি বেচো
আমি ফুলের মধু খাবো ।
ভাবছ তুমি, ঠিক কেমন দামে নেব ?
ভয় পেয়োনা প্রজাপতি যগ্যি দাম'ই দেব ।
ময়না, তুমি তোমার স্বর বেচবে ?
আমি গান গাইবো ।
ময়না, তুমি তোমার ডানা বেচবে ?
আমি আকাশে উড়ব ।
তবে, পালক কটি বেচো
আমি সুড়সুড়িটা খাব ।
এসব কি আর তোমার কাছে এমনি এমনি নেব ?
খাঁচা খুলে আমি তোমায় মুক্ত করে দেব ।
গোলাপ, তুমি বেচবে তোমার রূপ
আমি রূপসী হবো ।
গোলাপ, তুমি বেচবে তোমার রঙ ?
আমি অঙ্গে মাখব ।
তবে, সুবাস টাও বেচো
আমি সুবাসিত হবো ।
প্রেমের কুসুম হাত বাড়িয়ে কাছে টেনে নেব
ভালোবাসার যগ্যি সম্মান তোমায় আমি দেব ।
কবি , তুমি তোমার কল্পনা বেচবে ?
আমি কবিতা লিখব ।
কবি, তুমি তোমার কলম বেচবে ?
আমি সযত্নে রাখব ।
তবে, ছন্দটিও বেচো
আমি আন্দলিত হবো ।
তোমার থেকে সকল জিনিস ভালোবেসে নেব ,
কথা দিলাম কবি তোমায় নতুন কবিতা দেব ।।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)