তিতাস মন্ডলের কবিতা-- বিরহ বেদনা (গান ও কবিতা ঘর)
বিরহ বেদনা
---তিতাস মন্ডল
চোখেতে আর আসেনা তো ঘুম, আসেনা কোন স্বপ্ন
কত সময় গিয়েছে চলে তবু অতীতেই আছি মগ্ন।
অজানা ফুলগুলো না জানি কখন শুকিয়ে পড়েছে
ঝরে নাজানি কখন সকাল হয়েছে,
ডেকেছিল কি কাক ভোরে!
আজ নেই আর চোখে চোখে কথা বলা
চোখে চোখ রেখে উদাস মনের নেই দদুলদোলা।
চেয়ে আছে চোখ নেই তাতে আর ভালোবাসার সে ভাষা
নিশ্চল-নিবিড় চোখে আছে শুধু দুঃখ আর নিরাশা।
চুপিচুপি আর হয়না তো দেখা, ধীরে ধীরে কাছে যাওয়া
প্রেম খুনসুটি তারি মাঝে মাঝে হয়না তো গান গাওয়া।
হাসিটুকু তো আর দেয়না ধরা, আসেনা ঠোঁটের কোণে
আগে কতনা করেছে লুটোপুটি কারণে অকারণে।
আর কিছুই লাগেনা ভালো, হৃদয়ে তুমি ছাড়া নেই কেহ
স্বর শুনে আর উথাল হয়না আর শিউরে ওঠেনা সারা দেহ।
নিজেকে আর লুকাতে হয় না নিজেরই হৃদয় মাঝে
মুখটুকু আর ঢাকিতে হয়না আঁচলের ফাঁকে লাজে।
হয়ত ধরনীতে আর বসন্ত আসেনা আগের মত
রাতের আকাশের তারা গুলো সব যৌবনহারা সবই মৃত।
আর বুঝি কেউ গায়না কোথাও নূতন প্রেমের গান
আর বুঝি মাঠে ফলায়না কেউ রাশিরাশি সোনার ধান।
কি জানি বাগানে ফুল ফোটে কিনা?
ফুটিলেও তা কেউ তোলে কিনা!
তুলিলেও মালা গাঁথে কিনা কেউ,
গাঁথিলেও কাউকে পরায় কিনা!
বুঝেছি এখন সে গেছে চলে আমা হতে বহু দূরে
স্মৃতিগুলি সবই রয়েছে বুকে, অশ্রু নয়নে ভরে।
সুখ গেছে চলে, হৃদয়ে আছে শুধু সুখেরই কত ছলনা
প্রেম গেছে চলে, আছে প্রাণপণ মিছে আদরের আনাগোনা।
কতনা রাত্রি কাটিয়েছি জেগে, তোমায় ডেকেছি কতবার
বিরহ বেদনা আর সহ্য হয়না বইতে পারিনা এ দুঃখের ভার।
তবু হৃদয়কে করেছি পাষাণ,করেছি বড়ই কঠোর
ক্লান্ত চোখকে শাষিয়ে বলেছি তুই ঘুমা হয়ে যা ঘুম কাতর।।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)