Header Ads

পৌষ তোদের ডাক দিয়েছে - রবীন্দ্রনাথ ঠাকুর (গান ও কবিতা ঘর)

পৌষ তোদের ডাক দিয়েছে - রবীন্দ্রনাথ ঠাকুর

  পৌষ তোদের ডাক দিয়েছে – 

আয় রে চলে, আয় আয় আয়।

ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে,

 মরি, হায় হায় হায়।

দেখছ না, 

পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে?

হাওয়ার নেশায় উঠল মেতে

দিগ্‌বধূরা ধানের খেতে,

রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে –

মরি, হায় হায় হায়।

তুমিও বেরিয়ে এসো রাজা,

তোমাকে মাঠে নিয়ে যাই।

মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল – 

ঘরেতে আজ কে রবে গো।

খোলো দুয়ার খোলো।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.