মানুষ, -পীযুষ কান্তি (Gaan O Kobita Ghor)
মানুষ, -পীযুষ কান্তি
পৃথিবী জুড়ে অজস্র প্রকৃতির বিচিত্র ধরণের মানুষ,
কালো মানুষ, ধলো মানুষ-
ভালো মানুষ, মন্দ মানুষ-
খাটো, লম্বা, চিকন, মোটা,
ধনী-গরীব আরো যে কত্তো রকমের মানুষ!!!
এত্তো রকম ভেদের মধ্যে আমরা যে কখন
মানুষ কে হাড়িয়ে ফেলেছি তা কেঊ জানিনা-
আজ এই বিচিত্র মানুষের মাঝে মানুষ খুঁজে পাইনা ।
একই মানুষ একই রকম থাকে না-
সুখের সময় এক- আবার দুঃখের সময় অন্য,
প্রয়োজন ভেদে সভাব যেনো ভিন্ন ।
আজকে যে মোর সাথে আছে নিচ্ছে সুবিধা টুকু-
কালকে আবার আমার দুঃসময়ে পিছনে বসে
বলবে কথা কটু…………।
শুনেছিলাম গিরগিটী নাকি রং বদলায় দ্রুত
আমি ভাবি এসম শুধু মানুষকে উৎকৃষ্ট রাখার ছুত-
বদলায় রং সব-চে বেশি মানুষ নামের প্রাণী
এই মানুষের মাঝে এখন মানবতা !!!
খুজছো খোঁজ- তবে পাবে না তা জানি ।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)