আমার ঘুম চোখেতে স্বপ্ন সে -- আনিশা ফারহিন আরিবা (Gaan O Kobita Ghor)
আমার ঘুম চোখেতে স্বপ্ন সে -- আনিশা ফারহিন আরিবা
আমার ঘুম চোখেতে স্বপ্ন সে যে,
চোখ খুললেই যায় হারিয়ে !
এভাবে কি ভালোবাসা যায় ---
বলো হায় তাকে কোথায় পাই ?
তার বিরহে বিষাদ এ মন
প্রেম অনলে পুইড়া ছাই ,
তারে কতো ভালোবাসি
কি করে বোঝাই ?
শুন্য বুকে প্রেম জমিয়ে
নয়ন জলে ভেসে যায়,
তবুও সে পরাণ বন্ধু ;
বুজলো না আমায় ||
তার আকাশে তারা হয়ে
মন থেকে যেতে চায়,
এ কথা সে কেন বুঝে না ?
রোজ,,,,
চিঠি পাঠাই মেঘের খামে ,
সকাল গড়িয়ে সন্ধ্যা নামে,
তবুও হায় ! উওর মেলে না ||
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)