Header Ads

একবার ফুরিয়ে গেলেই কি ফুরোনো সম্ভব? (গান ও কবিতা ঘর)



                           বৈশাখী চ্যাটার্জী     
                           

একবার ফুরিয়ে গেলেই কি ফুরোনো সম্ভব?বারবার সেই কথা ফিরে আসে
যে কথায় একটা শুরুর খোঁজ থাকে
সেই খোঁজে উঁকি মারে হেরে যাওয়া দিন,
আমাকে জেতাতে গিয়ে তুমিও তো হেঁটেছ পিছুপিছু ফুরিয়ে যাবার মতো ,
কতো বাকি আছে এখনও অক্লেশ পথ ,
কতো বাকি আছে তোমার আমার উঁকিঝুঁকি ,
সময়ও কি তেমনটা বাকি আছে ?
টুকি দিয়ে যায় দিন শেষ হলে অবেলার ফাঁক ,
জানি ফুরাতে চাইবে একদিন ঠিক শেষ রাস্তার বাঁক ।


1 comment:

  1. https://amareibangladesh.blogspot.com/June 27, 2020 at 10:58 PM

    অসম্ভব সুন্দর কবিতা, যেখানে কবি তার মনের ভিব সবটুকু প্রকাশ করেছেন

    ReplyDelete

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.