একবার ফুরিয়ে গেলেই কি ফুরোনো সম্ভব?বারবার সেই কথা ফিরে আসে
যে কথায় একটা শুরুর খোঁজ থাকে
সেই খোঁজে উঁকি মারে হেরে যাওয়া দিন,
আমাকে জেতাতে গিয়ে তুমিও তো হেঁটেছ পিছুপিছু ফুরিয়ে যাবার মতো ,
কতো বাকি আছে এখনও অক্লেশ পথ ,
কতো বাকি আছে তোমার আমার উঁকিঝুঁকি ,
সময়ও কি তেমনটা বাকি আছে ?
টুকি দিয়ে যায় দিন শেষ হলে অবেলার ফাঁক ,
জানি ফুরাতে চাইবে একদিন ঠিক শেষ রাস্তার বাঁক ।
অসম্ভব সুন্দর কবিতা, যেখানে কবি তার মনের ভিব সবটুকু প্রকাশ করেছেন
ReplyDelete