অটোগ্রাফ (গান ও কবিতা ঘর)
-রবীন্দ্রনাথ ঠাকুর
খুলে আজ বলি , ওগো নব্য ,নও তুমি
পুরোপুরি সভ্য ।
জগৎটা যত লও চিনেভদ্র হতেছ দিনে দিনে ।
বলি তবু সত্য এ কথা —বারো-আনা অভদ্রতাকাপড়ে-চোপড়ে ঢাক
‘ তারে ,ধরা তবু পড়ে বারে বারে ,
কথা যেই বার হয় মুখেসন্দেহ যায় সেই চুকে ।
ডেস্কেতে দেখিলাম , মাতারেখেছেন অটোগ্রাফ-খাতা ।
আধুনিক রীতিটার ভানেযেন সে তোমারই দাবি আনে ।
এ ঠকানো তোমার যে নয়মনে মোর নাই সংশয় ।
সংসারে যারে বলে নামতার যে একটু নেই দাম
সে কথা কি কিছু ঢাকা আছেশিশু ফিলজফারের কাছে ।
খোকা বলে , বোকা বলে কেউ —তা নিয়ে কাঁদ না ভেউ-ভেউ ।
নাম-ভোলা খুশি নিয়ে আছ ,নামের আদর নাহি যাচ ।
জগৎটা যত লও চিনেভদ্র হতেছ দিনে দিনে ।
বলি তবু সত্য এ কথা —বারো-আনা অভদ্রতাকাপড়ে-চোপড়ে ঢাক
‘ তারে ,ধরা তবু পড়ে বারে বারে ,
কথা যেই বার হয় মুখেসন্দেহ যায় সেই চুকে ।
ডেস্কেতে দেখিলাম , মাতারেখেছেন অটোগ্রাফ-খাতা ।
আধুনিক রীতিটার ভানেযেন সে তোমারই দাবি আনে ।
এ ঠকানো তোমার যে নয়মনে মোর নাই সংশয় ।
সংসারে যারে বলে নামতার যে একটু নেই দাম
সে কথা কি কিছু ঢাকা আছেশিশু ফিলজফারের কাছে ।
খোকা বলে , বোকা বলে কেউ —তা নিয়ে কাঁদ না ভেউ-ভেউ ।
নাম-ভোলা খুশি নিয়ে আছ ,নামের আদর নাহি যাচ ।
খাতাখানা মন্দ এ না গোপাতা-ছেঁড়া কাজে যদি লাগ ।
আমার নামের অক্ষরচোখে তব দেবে ঠোক্কর ।
ভাববে , এ বুড়োটার খেলা ,আঁচড়-পাঁচড় কাটে মেলা ।
লজঞ্জুসের যত মূল্যনাম মোর নহে তার তুল্য ।
তাই তো নিজেরে বলি , ধিক্ ,তোমারই হিসাব-জ্ঞান ঠিক ।
বস্তু-অবস্তুর সেন্স্খাঁটি তব ,
তার ডিফারেন্স্পষ্ট তোমার কাছে খুবই —তাই ,
হে লজঞ্জুস-লুভি ,মতলব করি মনে মনে ,
খাতা থাক্ টেবিলের কোণে ।
বনমালী কো-অপেতে গেলেটফি-চকোলেট যদি
মেলেকোনোমতে তবে অন্ততমান রবে আজকের মতো ।
ছ বছর পরে নিয়ো খাতা ,পোকায় না কাটে যদি পাতা ।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)