যেদিন আমিও,
যেদিন আমিও,
মারুফ
যেদিন আমিও,
ফুরিয়ে যাবো নদীর মতো,
মিশে যাবো মহা সমুদ্রে,
হারিয়ে যাবো কালের অতল গহব্বরে।
তারপর একদিন,
তুমি,
আমাকে মনে করে অচেনা নদীর ধারে বসবে,
ভাসবে কোন এক ক্লান্ত স্মৃতির জোয়ারে!
হয়তো তখন,
আমরা পৌছে গেছি জীবনের শেষ প্রান্তে,
আমাদের নিজের বলতে অবশিষ্ট নেই কিছু,
শান্ত নদীর মতো অপেক্ষায় থাকবো দুজন,
আবার দেখা হওয়ার,
আমাদের মধুর মিলনের।
তোমার বাধ ভাঙ্গা হাসি,
মাঝ রাতে তোমাকে দেখার পাগলামি,
তোমার বেলকনিতে অপলক দৃষ্টি,
কিছুই থাকবে না আর অবশিষ্ট,
সবই ফুরিয়ে যাবে।
তবুও,
চাইতেও ভুলতে পারবোনা দুজনকে,
ভালোবাসার স্মৃতি কি এতো সহজে ভোলা যায়?
একবার মায়ায় ডুবলে,
মৃত্যু ছাড়া কি ফিরে আসা যায়?
চাইলেই কি সব বাধন,
সহজেই ছিড়ে ফেলা যায়?
একদিন তোমাকে ভেবে,
আবার তীব্র ভাবে ফিরতে ইচ্ছে হবে,
ভালোবাসার বাধনে আবার জড়াতে ইচ্ছে হবে,
কিন্ত,
পরক্ষণেই তোমাকে না পাওয়ার বেদনা,
আমাকে তোমার তীব্র উপেক্ষা,
তোমাকে আপন করে না পাওয়ার কষ্টে,
আবার হারিয়ে না যাওয়ার ইচ্ছার কাছে,
আমাকে পরাজিত করবে।
জীবন এতো ক্ষুদ্র কেন,
মায়া?
এক জীবনে সব ইচ্ছা পূরন হয়না কেন?
আবার জন্ম নিলে,
যদি তোমার ভালোবাসা পেতাম,
সেই বিশ্বাসে যে,
কতবার আবার জন্মাতে চেয়েছি,
সে কথা তুমি যদি জানতে।
তোমাকে না পাওয়ার বেদনায়,
কতোবার যে নিজেকে নিশ্বেষ করতে চেয়েছি,
কিন্তু আমি শেষ হলে,
তুমি একা হয়ে যাবে বলে,
বারংবার ফিরে এসেছি।
অথচ,
তুমি যে অচেনা সমুদ্রকে ভালোবেসেছিলে ,
হারিয়ে শেষে,
আমি লাশ হয়ে সেখানেই মিশে গেছি...!
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)