Header Ads

যে-কথা বলিতে চাই

    -রবীন্দ্রনাথ ঠাকুর




যে-কথা বলিতে চাই,
বলা হয় নাই,
সে কেবল এই--

চিরদিবসের বিশ্ব আঁখিসম্মুখেইদেখিনু সহস্রবারদুয়ারে আমার

অপরিচিতের এই চির পরিচয়এতই সহজে নিত্য ভরিয়াছে 

গভীর হৃদয়সে-কথা বলিতে পারি এমন সরল বাণীআমি নাহি জানি 

শূন্য প্রান্তরের গান বাজে ওই একা ছায়াবটে;
নদীর এপারে ঢালু তটেচাষি করিতেছে চাষ;
উড়ে চলিয়াছে হাঁসওপারের জনশূন্য তৃণশূন্য বালুতীরতলে


চলে কি না চলেক্লান্তস্রোত শীর্ণ নদী

নিমেষ-নিহতআধো-জাগা নয়নের মতো

পথখানি বাঁকাবহুশত বরষের পদচিহ্ন-আঁকাচলেছে মাঠের ধারে

ফসল-খেতের যেন মিতা,
নদীসাথে কুটিরের বহে কুটুম্বিতা 

ফাল্গুনের -আলোয় এই গ্রাম, ওই শূন্য মাঠ,
ওই খেয়াঘাট,
ওই নীল নদীরেখা, ওই দূর বালুকার কোলেনিভৃত জলের ধারে চখাচখি কাকলি-

কল্লোলেযেখানে বসায় মেলা-- 

এই সব ছবিকতদিন দেখিয়াছে কবিশুধু এই চেয়ে দেখা

এই পথ বেয়ে চলে যাওয়া,
এই আলো, এই হাওয়া,
এইমতো অস্ফুটধ্বনির গুঞ্জরণ,
ভেসে-যাওয়া মেঘ হতেঅকস্মাৎ নদীস্রোতেছায়ার নিঃশব্দ সঞ্চরণ,
যে আনন্দ-বেদনায় জীবন বারেবারে 

রেছে উদাসহৃদয় খুঁজিছে আজি তাহারি প্রকাশ  

ফাল্গুন, ১৩২২


No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.