Header Ads

তুমি ভুলে যেও আমায়

        

-পীযুষ কান্তি সরকার


বুকের মাঝে দাউ দাউ করে জ্বলে উত্তপ্ত অগ্নিশিখা


যার উত্তাপে পুড়ে যায় হৃদয় রাজ্য

আমি শুধুচোখ বুজে অনুভব করি প্রকাশ করিনা

যে জ্বালা , বয়ে চলেছি একা
তুমি চলে গেছ অনেকদূরে,

দূর হতে বহুদুরেযতটা দূরে গেলে ছোঁয়া যায় নাহয়তো রোজই 

দেখা হয়ে যায় তোমাতে আমাতেতবু কাছে নয়,

সামনে থেকেও অনেক দূরেমাঝ খানে কাঁচের দেয়াল 

যা দূরত্ব রেখেছে যায় না দেখা।

তোমার চোখে তাকিয়ে আমি বুঝে গেলাম
আমার সৃতি তোমাকে আজো কাঁদায়যেমন কাঁদায় আমাকে, 

বুকের আগুন মনের হাহাকার মিলে মিশে 

কাকারবেদনা মিলায় আকাশের নিলে, 

আমি তোমাকে
বলছি তুমি আমাকে যেও ভুলে ।

4 comments:

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.