Header Ads

'বন্ধন হতে মুক্তি'

'বন্ধন হতে মুক্তি'

________ ✍️ রিংকু দে Rinku Dey
আমায় কাউকে ভালোবাসতে হবে না
ভালোবাসার নামে পায়ে আমার শেকল বাঁধতে হবে না।
আমায় কাউকে পথ দেখাতে হবে না
পথ দেখানোর নামে নিজের স্বার্থসিদ্ধির বাহানা
খুঁজতে হবে না।
আমায় কাউকে সাহায্য করতে হবে না
সাহায্যের জন্য কারো মুখাপেক্ষী আমি হবো না।
আমায় কাউকে এক বেলা রেঁধে খাওয়াতে হবে না
এক বেলার সুখের জন্য আজীবনের জন্য পরনির্ভর হতে আমি চাই না।
আমার জন্য কাউকে রাত জাগতে হবে না
রাত জাগার নামে সারা জীবনের জন্য বিচ্ছেদের মানচিত্র আঁকতে হবে না।
আমার জন্য কাউকে কিছু ত্যাগ করতে হবে না
নামমাত্র ত্যাগের ট্যাগ লাগিয়ে জীবনভর আমার চোখে জল আনতে হবে না।
আমার জন্য বিপদে কাউকে ছুটে আসতে হবে না
পাশে আসার কারণে পরে কারো করুণা ভরা দৃষ্টি আমি দেখতে চাই না।
আমাকে কারো 'ভালো' বলতে হবে না
একটুখানি 'ভালো' শোনার লোভে আমি আমার 'আমি'টাকে কখনো হারাতে পারবো না।
আমার দিকে কাউকে মুগ্ধতা নিয়ে তাকাতে হবে না
এই মুগ্ধতার কারণে মানবজীবনের নশ্বরতার কথা
আমি ভুলে যেতে চাই না।
আমার খুব বেশি কাছে আসতে চেয়ো না
কাছে আসার নামে ভালোবাসার সংজ্ঞাটাকেই
তুমি উল্টো করে দিও না।

কারো কাছে এখন আমি আর কিছুই চাই না
আগেও কখনো চাই নি
সবার মনের খোঁজ বেশি নিয়েছি বলেই
আমার অর্জন আজ কেবল দুঃসহ ক্লান্তি।
একা একা কখনো বসে নীরবে ভাবি,
নিজের একান্ত ভুবনেই তো আমি বেশ আছি!
দেরিতে হলেও এখন ঠিক বুঝে গেছি
যে ভালোবাসায় বাঁধা পড়ে থেকে
স্বাধীনতা কি তা-ই ভুলে গেছি,
সে ভালোবাসায় বাস্তবে কখনো ছিলামই না আমি।
গভীর এক প্রশ্ন উঁকি দেয় মনে আজ বারবারই
এক জীবনে আর কতোটা আঘাত পেলে
কর্মের সব বন্ধন হতে আমি পাবো চিরমুক্তি???

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.