Header Ads

আবার বছর কুড়ি পরে—

---জীবনানন্দ দাশ 

 আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি! 

আবার বছর কুড়ি পরে— 

হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে— 

তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে— 

তখন হলুদ নদী নরম-নরম হয় শর কাশ হোগলায়— মাঠের ভিতরে।

অথবা নাই ক’ ধান খেতে আর; ব্যস্ততা নাই ক’ আর, 
হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে; 
মনিয়ার ঘরে রাত, শীত, আর শিশিরের জল।
 জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার— 
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
 হয়তো এসেছে চাঁদ মাঝ-রাতে এক রাশ পাতার পিছনে 
সরু-সরু কালো-কালো ডালপালা মুখে নিয়ে তার, 
শিরীষের অথবা জামের, ঝাউয়ের— 
আমের; কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে! 
 জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার— 
তখন আবার যদি দেখা হয় তোমার-আমার! 
 তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে— 
বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে 
কোথায় লুকায় আপনাকে! 
চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে— 
 সোনালি-সোনালি চিল— 
শিশির শিকার ক’রে নিয়ে গেছে তারে— 
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.