স্বাধীনতা
জাহিদুল ইসলাম
স্বাধীনতা আমার
ফুটপাতে প’রে থাকা অনাহারী শিশু!
স্বাধীনতা আমার
ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট!
স্বাধীনতা আমার
মুক্ত বাতাসে ধর্ষিত গণতন্ত্র!
স্বাধীনতা আমার
বিবেকের দরোজা তালাবদ্ধ!
স্বাধীনতা আমার
রক্তমাখা ফসলের ক্ষেত!
স্বাধীনতা আমার
রোদেপোড়া কৃষকের ক্ষুধার্ত পেট!
স্বাধীনতা আমার
মুখোশের আড়ালে ভন্ড রাজা!
স্বাধীনতা আমার
বুরজোয়া’র ঘরে নাচে নগ্ন নর্তকী!
স্বাধীনতা তুমি
বেশ্যার পেটে অনাকাক্সিক্ষত ভ্রুণ!
স্বাধীনতা তুমি
অর্ধউলঙ্গ রমণীর মুখে শালীনতার বয়ান!
স্বাধীনতা তুমি
কাঁটাতারে ঝুলে থাকা ফেলানি’র লাশ!
স্বাধীনতা তুমি
স্বজনহারা প্রমিকার বোবা আর্তনাদ।
স্বাধীনতা আমার
দন্ডিত মানবতা!
স্বাধীনতা আমার
নতজানু জাতির পতাকা!
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)