Header Ads

রক্ত মাখা নদী (Gaan O Kobita Ghor)


রক্ত মাখা নদী
                        তিতাস মন্ডল--

যখন আমি একলা ধীরে নদীর পানে যাই
নদীর ঢেউয়ের জলরাশি একটু ছুঁতে চাই ।
দূরের থেকে নৌকা নিয়ে মাঝির দল আসে                   

ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়ায় আমার পাশে ।
Titas Mandal
হাতটা টেনে বলে --
দুটো ভিক্ষা দেবে মাগো!
দু-দিন কিছু খাইনি আমি, একটু কিছু খাবো ।
একই ভাবে দাঁড়িয়ে আছি দু-দিন নদীর পাড়ে
বাপটা গেছে মছে ধরতে ফেরেনিতো ঘরে ।
মা' তোর কেমন ধারা!
মেয়ের খোঁজ নেই.....
ঘরটি কোথায় ?
বল দেখি তুই ..
জিজ্ঞেস করলাম যেই.....
অমনি দেখি জলে ভরা চোখ দুটি ছলছল
কি হয়েছে বলনা খুলে, বললাম কাঁদছিস কেন ?
মা'যে আমার নেইগো
আমি দেখিনি কখনো তাকে,
বললো তবে..
বাবটা 'তাকে' ভীষণ যত্নে রাখে ।
মায়ের কথা জানতে চাইলে বলে--
দূরে আছে
দূর আকাশের সূর্যিমামা, চাঁদ, তারাদের কাছে ।
তাতে আমার নেইকো দুঃখ কুঁড়েঘরে থাকি
বাপকে আমি সবার থেকে বেশি ভালোবাসি ।
রোজ রাতে বাপ'যে আমার মাছ ধরতে যায়
ফিরে আসে সকাল হলেই কম বেশি যা পায় ।
তারপরেতে বাপ-বেটিতে কাটাই সারাবেলা
মাছের টাকায় কোনরকমে জুরায় পেটের জ্বালা ।
কিন্তু, দু-দিন একি হলো!
ফিরছে নাতো বাপ
মনের সাথে লড়াই করছি পেটে খিদের চাপ ।
কথা শেষ হওয়ার আগে শুনি চেঁচামেচি
নদীর পাড়ে লাশ ভেসেছে,ছুট্টে গিয়ে দেখি ।
কোনো এক মাঝির লাশ, বলছে পাশের লোক
অগোচরে মেয়ের দিকে রাখলাম নিজের চোখ ।
কিছু বোঝার আগেই শুরু কান্না বুকফাটা
কেমন করে থাকবে 'সে' অনাথ, নীরব, একা ।
বিস্ময়ে বোকার মতো বলি --
কিছু খাবি ?
কিরে মেয়ে !
আমার সাথে আমার বাড়ি যাবি ?
সদ্য অনাথ চোখের সামনে ছোট্ট একটি মেয়ে
সৎকারের জন্য কিছু পয়সা নিলো 'সে' চেয়ে ।
এতো কথা হলো তবু নাম হলোনা জানা
কি করবে ?
কোথায় যাবে !
কি হবে ঠিকানা ?
হতবম্ব, বিস্মিত দাঁড়িয়ে রইলাম একা
নদীর জল ছলাৎ ছলাৎ যেন রক্ত মাখা ।
সেদিক থেকে মুখ ফিরিয়ে বাড়ির দিকে হাঁটি
মানুষ আমি কতখানি মনের মধ্যে কষি ।
এমনি সময় হঠাৎ কেউ হাতটি টেনে ধরে
একটি ছেলে পয়সা চেয়ে পায়ে লুটে পরে ।
হয়তো এর'ও একই কথা, একই কাহিনী
তাই, যা কিছু সঙ্গে ছিল দিয়ে দিলাম আমি ।
এরপরেতে যখনই আমি নদীর পানে যাই
ছলাৎ ছলাৎ রক্ত মাখা নদী দেখতে পাই ।
একই সাথে দেখি সেই ছোট্ট মেয়ের মুখ
এই নদীতেই হারিয়ে গেছে তার সর্বসুখ ।।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.