Header Ads

আমি তোমাকে প্রেমিক বলবো না _সুলতানা পারভীন সুমি (Gaan O Kobita Ghor)

আমি তোমাকে প্রেমিক বলবো না

___সুলতানা পারভীন সুমি








লোকে তোমাকে প্রেমিক বললেও,
আমি কখনো তোমাকে প্রেমিক বলবো না।

প্রেমিক হতে কি কি গুণ থাকা লাগে?
তা কি জানা আছে তোমার?
প্রেমিক রা তো লাল ভালোবাসে,
তুমি তো লাল পছন্দই কর না
তোমার বরাবরই বিদঘুটে রঙ পছন্দ।

তোমার তো নীল শাড়ি ভালো লাগে  না
সবসময় ধূসর রঙ এর শাড়ি পরতে বলো।
কই, কখনো তো এক গুচ্ছ গোলাপ এনে বললে না!
ভালোবাসি হুম খুব ভালোবাসি।
তোমার বরাবরই ঘাসফুল পছন্দ
ঘাস ফুল নাকি প্রকৃতির বিশাল বড় সৌন্দর্য!
লোকে তোমাকে প্রেমিক বললেও;
আমি তোমাকে প্রেমিক বলবো না।

আচ্ছা তুমি কখনো বেলী ফুল এনে আমার খোপায় গুঁজে দিয়েছিলে?  মনে পরে?
নাহ, বেলীর গন্ধে নাকি আজকাল তোমার এলার্জি হয়
তুমি তো তাহলে প্রেমিক নও
তুমি তো বরাবরই প্রেমিক শব্দটাই অপছন্দ করেছো
হ্যাঁ তুমি কখনো প্রেমিক হতে চাও নি
চেয়েছো ভালোবাসা হতে।
তোমাকে প্রেমিক বলা নিষেধ ;
বলতে হবে হ্যাঁ সে প্রেমিক নয় সে ভালোবাসা।
কারণ, প্রেমিক রা চাইলেই হারিয়ে যেতে পারে
ভালোবাসা  হারায় না।
কক্ষনো হারায় না।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.