আমি কথা রেখেছি --মাসুদ আহমেদ । (all-banglakobita.com)
আমি কথা রেখেছি
--মাসুদ আহমেদ ।
আমি কথা রেখেছি--তেত্রিশ বছর ধরে,
স্বাক্ষী আসমান, স্বাক্ষী জমিন
স্বাক্ষী ফুল -পাখি -বন
স্বাক্ষী পূর্ণিমার চাঁদ, দুধেল জোছনা ,
স্বাক্ষী অমাবস্যা, নক্ষত্ররাজি- কালপুরুষ, আকাশ গঙ্গা,
স্বাক্ষী শারদশুভ্রতা,হৈমন্তীক আভা, বিলাসী বসন্ত, শ্রাবণ সন্ধ্যা;
স্বাক্ষী মেঠো পথ, বুড়ো বট,বটের ছায়া, শান বাঁধানো ঘাট, ঘাটের মাঝি,
স্বাক্ষী দূরন্ত কৈশোর, উত্তাল যৌবন ,গোল্লা ছুট, বৌছি , কানামাছি, লুকোচুরি খেলা ;
স্বাক্ষী কিশোরী বধূ, আলতা পা, মেহেদি রঙ,সজল আঁখি, বুক ভাঙা আর্তনাদ;
আমি কথা রেখে চলেছি আজও --তেত্রিশ বছর ধরে ---
তুমি আসি বলে চলে গেলে - আর ফিরে এলে না,
ফিরে এলো সানাইয়ের সুর--কিশোরী বধূর ঘ্রাণ --গগণবিদারী আর্তনাদ ;
আসমান -জমিন একাকার হলো-- চিরবিরহের সাইরেন বেজে উঠল দ্বিগ্বিদিক---প্লাবিত হলো
মাঠ-ঘাট-প্রান্তর,
ঝড় উঠল হৃদপিন্ডের শহরে--লন্ডভন্ড জীবনের ছক;
এক সময় ঝড় থামল- ঘর ভাঙল -স্বপ্ন ভাঙল-
মন ভাঙল না;
আশার প্রদীপ জ্বলে উঠে বারবার ---
তুমি আসবে বলে -
আজও বসে আছি--অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ছুঁয়েছে তেত্রিশ বছর;
যুগ থেকে যুগান্তরে খুঁজে চলেছি কিশোরী বধূর ঘ্রাণ,
ভালবাসার ফলায় চৌচির করেছি হৃদ-জমিন,
তুমি আসবে -ফসল ফলাবে----ভালবাসার সোনালি ফসল --
আমি বসে আছি
তুমি আসবে
আমি কথা রেখেছি তেত্রিশ বছর ধরে ।।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)