তিতাস মন্ডলের কবিতা --- স্বার্থ (গান ও কবিতা ঘর)
স্বার্থ
__তিতাস মন্ডল
কে কাকে কেন কিজন্য ভালোবাসে
তার কি খবর রাখো?
মানুষ এখন ভালোবাসার নামে
শুধু শরীর টাই চায়
খুব সাবধানে থেকো।
পুরুষ-নারী প্রেমের জালে
কাছের মানুষ আঘাত হানে
যত্ন করে স্থার্থ খোঁজে
সকল সময়, সকল কাজে।
এখন স্বার্থ ঘরের আনাচে কানাচে
শার্টের কলার, শাড়ির ভাঁজে।।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)