Header Ads

পটলের বাজারমূল্য কত জানিনা হে কুমস্ ক্যাটস্ (Gaan O Kobita Ghor)

পটলের বাজারমূল্য কত জানিনা হে কুমস্ ক্যাটস্
পটলের বাজারমূল্য কত জানিনা কুমস্, 
আজ তার সেফ পিরিয়ড ..
পেনসিল সার্পনারে বারবার ঘুরিয়ে পেনসিল, 
তবু শিস ভেঙে যায়
মনে পড়ে দোয়েলের শিস, 


সে যেন বুটিকস্নিগ্ধ আরেক জনম
সকাল থেকে আজ রাজমিস্ত্রীভাই ও রাজনীতি যত ব্যস্ত নগরের
ল্যান্ডস্কেপে আর পোর্ট্রেটে, 
অবিরত কংক্রিটে গেথে গেথে রড ...
রচেছে দেওয়াল, 
যেখানে অবিরত মাথা কুটে মরে পোকা আর
ম্-মানুষে .. 
তাদের কারো কারো চোখে তবু অনিত্য আভা .. 
যেমতি দূরগামী ফানুসে! ... 
যেন হলুদমাখা আঁচলে তাদের আঙুল
এ জীবনে অন্ততঃ একবার ছুঁয়ে দিয়েছে কেউ, 
যেন তারা কারো বুকের
অসম্ভব ইদারায়, নিজেদের ছায়া দেখে শান্ত হয়ে চলে গেছে
পুনরায় এসে পান করেছে ইচ্ছা যতেক, 
তারা আর সে পথে হাঁটেনি
যে বীথিপথে ফোটে সন্ততি ফুল, 
এ বসুধা তো এম্নিতেই কী জনবিপুল!
কত দর আর্দ্রকের, অথবা গার্লিক, 
কি জানি ক্যাটস্, কোথা তুই?
আমি তো দৌবারিক .. 
পাহাড়া দিই তাহার অবাধ্য সন্তান, শ্রেণী দুই
নিখোঁজ ওদিকে বন্ধুপ্রতিম কবিবরদ্বয়, 
তাহাদের খোঁজে রই
একটি সন্ধানে আছে, 
পঙ্কতি ছেড়ে বিশ্বাসী আলোকে হয়েছে বদল
আরজন, কেন যে রচেছে দ্রোহকাল, 
অথচ আমি তো অধুনা কঙ্কাল ...
একটি বিবাহশংসাপত্র আমারো তো আছে, 
তবুও কাছে এক অমোঘ
মানে গুহ্য পরকীয়া, শ্বাস ফেলে, 
ক্রমাগত দিয়ে যায় তৃণ, কূট ও বাতাস
আরো আছে এ সালননগরী, 
পোস্টকোভিডে ফের ওঠে জেগে .. 
ধীরে পে-পার-ইউস্ পরীরা সেথা চিনেছে আমারে কেউ, 
পবিত্র যৌনাবেগে ...
এ এক জটিল প্রক্রিয়া হে কুমক্যাটস্, 
বাকি সব ডট ডট ডট
অসম্ভব প্রতিভাধর কবিরা রোজাসে মুক্ত বাতায়নে, 
কী অজর ঈর্ষাজ্বলন!
কাহার সে মুগ্ধ তবু অভিমানী বোন এসে বলে যায়, হিং টিং ছট

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.