কাকের হাঁকডাক - ইসরাত জাহান পান্না Gaan O Kobita Ghor
ইসরাত জাহান পান্না
তোমারে ভাবিয়া দিকহারি বৃক্ষলতা।
ঠেকিয়া যায় দেহঞ্চলতা।
প্রেমিকা হওয়া হয়নি যৌবনে।
সাম্রাজ্য সঁপা নগনে।
শহর লেলিয়ে কাকের হাঁকডাক।
কিছু চিবুক অনর্থক গলে যাক।
কড়ই,বড়ই আগাছা,স্বগাছা,বট,তট।
তুলামূলে ফড়িং দোলে উদ্ভট।
তোমারে চাহিয়া সরলতা।
ডুবে মরে অনর্গল গোপনতা।
প্রেমিক বন্ধি হয়নি স্বপ্নে।
প্রেমমরা গন্ডি যত্নে।
উঠোন পেরিয়ে শহর কাঁপা ঢোল ঢাক।
কিছু আড়ালে বেঁচে থাক।
কুল,তেঁতুল,গাব,ডাব,জট,রট।
ঝিঁঝিঁ উড়ে স্বরস্বর খটখট।
ঠেকিয়া যায় দেহঞ্চলতা।
প্রেমিকা হওয়া হয়নি যৌবনে।
সাম্রাজ্য সঁপা নগনে।
শহর লেলিয়ে কাকের হাঁকডাক।
কিছু চিবুক অনর্থক গলে যাক।
কড়ই,বড়ই আগাছা,স্বগাছা,বট,তট।
তুলামূলে ফড়িং দোলে উদ্ভট।
তোমারে চাহিয়া সরলতা।
ডুবে মরে অনর্গল গোপনতা।
প্রেমিক বন্ধি হয়নি স্বপ্নে।
প্রেমমরা গন্ডি যত্নে।
উঠোন পেরিয়ে শহর কাঁপা ঢোল ঢাক।
কিছু আড়ালে বেঁচে থাক।
কুল,তেঁতুল,গাব,ডাব,জট,রট।
ঝিঁঝিঁ উড়ে স্বরস্বর খটখট।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)