Header Ads

"সখার সন্ধানে"--ইসরাত জাহান পান্না (Gaan O Kobita Ghor)

সখার সন্ধানে ইসরাত জাহান পান্না





 কি চাও মাঝি?

অমন কইরা কি দ্যাহো?
সতীত্ব নিবা?
আমার নারীঘরের
চাষা হইবার চাও!
তয় ,তাই করো মাঝি;
বিনিময়ে আমারে
সখার নিবাসে লইয়া যাও।
আর কতকাল মাঝি?
তুমি ঐ পাড় হও ,এ পাড় আও।
বৈঠা হাতে শত প্রাণ বইয়া চলো,
সন্ধানপত্র ক্যান বইয়া আনো না!
কও মাঝি, চাও কি তুমি?
সোনা, গয়না, মুক্তা দামি।


কি পাইলে আমারে দিক চিনাইবা!
মাঝি, লইয়া যাইবা?
সখার সেই পেয়ারার বাগ খুঁইজা লইতে।
গাঙের দইনে দ্যাহি চর মাঝি,
পূর্বে ধরফর!
ও মাঝি,
কোনখানে মোর সখার অদূর ঘর?

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.